Tuesday, September 10, 2013

যারা কাল ব্যাচ পাননি তাদের জন্য এই ব্যাচ।
আশাকরি সবাই আজ রাত ১২ টায় প্রোফাইল পিকচারে এই ব্যাচ ধারন করবেন।
বাংলাদেশ এর সকল সংখ্যালুঘ সম্রদায়, সনাতন তথা হিন্দু মন্দির গুলির উপর আক্রমণ ভাংচুর, অগ্নিসংযোগ ও আমাদের মা বোনদের ধর্ষণ সহ নির্যাতন
এর প্রতিবাদ আমরা অহিংস ভাবেই করতে চাই। দুই ভাবে আমরা এই কাজ টি করতে চাইঃ

১/- মহালয়ার দিন অর্থাৎ ১৫ তারিখ সকাল ১১ টায় (বাংলাদেশ সময় বাইরের দেশের যারা আছেন তাঁরা সময় মিলিয়ে নিবেন দয়া করে) সকল সনাতনী সপ্রদায় এর মানুষ ৫ মিঃ স্থবির থাকবো এবং নিরবতা পালন করবো। যে যেখানে থাকবেন যে অবস্থায় থাকবেন সেইভাবেই ৫ মিঃ নিরবে স্থবিরতা পালন করবেন প্রতিবাদ স্বরূপ। বাংলাদেশে স্বাধীনতার পর থেকে বার বার মন্দির গুলিতে আক্রমণ ও হিন্দুদের নির্যাতন করার পর ও কোন বিচার না হওয়ার কারণে ঐ দানবরা হিন্দু সম্প্রদায়কে আক্রমণ কে তাদের অধিকার বলে মনে করে। আমরা এর প্রতিবাদ নিরবেই কবো।

২/- মহালয়ার আগের দিন অর্থাৎ ১৪ তারিখ রাত ১২ টায় যত জন সনাতনী ফেইস বুক ব্যবহারকারী আছেন সকলেই তাঁদের প্রফাইল পিকচারে কালো ব্যাচ ধারণ করবেন। আমরা এক সাথে সকলে কালো ব্যাচ মহালয়া থেকে বিজয়া দশমী দিন পর্যন্ত ধারণ করবো যারা রাতে ইন্টারনেট ব্যবহার করেন না বা করার সুযোগ থাকেনা তাঁরা ১৪ তারিখ দিনের বেলাতেই নিজের প্রফাইল এর ছবি বদলে কালো ব্যাচ এর পিকচার দিয়ে দিবেন।

হয়তো যারা হামলাকারী বা সরকারী মহল এই প্রতিবাদ কে তাচ্ছিল্লের চোখে দেখবে, কিন্তু আমাদের সনাতনী সমাজের ঐক্যের জন্যে একটা বিরাট পদক্ষেপ হবে। যদি আমরা সন্মিলিত ভাবে এই কাজ সফলতার সাথে করতে পারি তবে অনেকেই আমাদের সাথে একাত্মতা প্রকাশের ইচ্ছা পোষণ করবেন (যারা সনাতন এর ধারক হয়েও সনাতনী স্বার্থে কাজ করছেন না বা নিজেকে সনাতন বা হিন্দু বলে পরিচয় দেন না)

এই প্রতিবাদের ফলে কি ফল আসবে সেটা বড় কথা নয় : বড় কথা হলো আমারা এক সাথে সবাই মিলে নিদিষ্ট একটা কাজ নিদিষ্ট সময়ে করবো।

সাথে সাথে যারা মানব বন্ধন ও প্রতিবাদ সভা করছেন তাঁদের সাথে একাত্মতা প্রকাশ ও তাঁদের পদক্ষেপ গুলি কে সফল করার জন্যে সকলকে আহ্বান জানাচ্ছি। আমরা সকলে একে অন্যের কাজে সহযোগিতা না করলে আমাদের কাজ গুলি আলোর মুখ দেখবে না কোনদিন ও।

এই প্রতিবাদ এর খবর টি বিভিন্ন গ্রুপে এবং ব্যক্তিগত ভাবে সনাতনী বন্ধুদের কাছে পৌছে দিন যেন সকলেই নিদিষ্ট সময়ে এক সাথে প্রতিবাদ টি করতে পারে।

আপনারা কেও আবেগের বশবর্তী হয়ে বা বাস্তবতা কে অনুধাবন না করে কোন পদক্ষেপ নিবেন না। যাই করবেন সকলে মিলে এক হয়েই করবেন। যেকোন ভুল আমাদের জন্যে ভয়ঙ্কর পরিনতি ডেকে আনতে পারে।

ঈশ্বর সকলের মঙ্গল করুন।

সবাইকে অনেক ধন্যবাদ।.

No comments:

Post a Comment