মাত্র ১২ বছর বয়সী নেহা রামুর আইকিউ কিংবদন্তী বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের চেয়েও বেশি। যুক্তরাষ্ট্রে একটি আইকিউ টেস্টে সর্ব্বোচ্চ স্কোর করে সে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।
ভারতীয় এক চিকিৎসক দম্পতির মেয়ে নেহা রামু যুক্তরাষ্ট্রের মেনসা আইকিউ টেস্টে ১৬২ নম্বর পেয়েছে। বয়স হিসেবে এটিই এ যাবতকালের সর্বোচ্চ স্কোর। আর এই স্কোর তাকে যুক্তরাষ্ট্রের সর্ব্বোচ্চ মেধাবীদের তালিকায় শীর্ষে জায়গা করে দিয়েছে।
এর মানে নেহা পদার্থবিদ স্টিফেন হকিং, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবং বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের চেয়েও মেধাবী। এমন বয়সে তাদের প্রত্যেকের আইকিউ ১৬০ ছিল বলে মনে করা হয়।
নেহার মা জায়াশ্রী বলেন, ‘নেহা সবসময় তার পরীক্ষায় ভালো করেছে। তবে বিশেষ করে স্কুলের প্রবেশিকা পরীক্ষায় যখন সে ২৮০ তে ২৮০ নম্বর পায় তখনই তার সম্বাভনা উপলব্ধি করা গেছে।’
তিনি আরো বলেন, ‘আমি তাকে নিয়ে খুবই গর্বিত। আমি আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারবো না।
ভারতীয় এক চিকিৎসক দম্পতির মেয়ে নেহা রামু যুক্তরাষ্ট্রের মেনসা আইকিউ টেস্টে ১৬২ নম্বর পেয়েছে। বয়স হিসেবে এটিই এ যাবতকালের সর্বোচ্চ স্কোর। আর এই স্কোর তাকে যুক্তরাষ্ট্রের সর্ব্বোচ্চ মেধাবীদের তালিকায় শীর্ষে জায়গা করে দিয়েছে।
এর মানে নেহা পদার্থবিদ স্টিফেন হকিং, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবং বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের চেয়েও মেধাবী। এমন বয়সে তাদের প্রত্যেকের আইকিউ ১৬০ ছিল বলে মনে করা হয়।
নেহার মা জায়াশ্রী বলেন, ‘নেহা সবসময় তার পরীক্ষায় ভালো করেছে। তবে বিশেষ করে স্কুলের প্রবেশিকা পরীক্ষায় যখন সে ২৮০ তে ২৮০ নম্বর পায় তখনই তার সম্বাভনা উপলব্ধি করা গেছে।’
তিনি আরো বলেন, ‘আমি তাকে নিয়ে খুবই গর্বিত। আমি আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারবো না।
No comments:
Post a Comment