১৯৮৮ সালে প্রতিষ্ঠা লাভের পর প্রায় ২৫ বসর পূর্তিতে প্রায় অর্ধ সহস্রাধিক ভক্ত সমবেত হন। ইস্কন এর সেবিত শ্রী শ্রী দয়াল নিতাই সচিসুত বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী ও পালিত হই। রাশিয়ান সন্নাসী শ্রীল ভক্তি অনন্ত কৃষ্ণ গোস্বামী , জীসিবি, ও ইস্কন গুরু, শ্রীল গোপাল কৃষ্ণ গোস্বামী, শ্রীল ভক্তি বেদানত সাধু গোস্বামী , শ্রীমান বিশ্বামিত্র দাস, শ্রী পদ সদানন্দ দাস, শ্রী পর্জন্য মহারাজ দাস, শ্রী ভরদাজ দাস, শ্রী রাধা দামোদর দাস, শ্রীমতি প্রেমবতী দাসী সহকারে ভক্তগণ স্বতস্ফুর্ত কীর্তনের আওযোন করা হই। বিশ্ব শান্তিকল্পে বৈদিক অনুষ্টানের আওযোন করা হই। ১৯৮৯ সালেই সর্বপ্রথম ইউক্রেন এ শ্রী দয়াল নিতাই সচিসুত শ্রী বিগ্রহ প্রচার কেন্দ্র করা হই। এর মাধ্যমে ইউক্রেনে দ্রুত গতিতে প্রচার বিকাশ লাভ করে। তারপর শ্রী বিগ্রহ প্রভুপাদ মস্কোতে স্থানান্তরিত হলে সেখানে প্রভুপাদ মারাথনের মাধ্যমে মস্কোতে ২০,০০০ গ্রন্থ প্রচারিত হই। প্রথম দিকে গুর নিতাই বিগ্রহ নামে সেবিত হলেও পরে শ্রীল ভক্তিভৃঙ্গ গোবিন্দ স্বামী মহারাজের নির্দেশনায় তা দয়াল নিতাই সচিসুত বিগ্রহ নামে পরিচিতি লাভ করে। পুজারী বিষ্ণুরাত দাস প্রভু বিগ্রহের পরিক্রমার পর অভিষেক অনুষ্ঠান পরিচালনা করেন। তারপর করতাল, মৃদঙ্গ, হারমোনিয়াম, বাশি, সহযোগে মস্কোর বিখ্যাত কীর্তনিয়া শ্রীমান আদর্সদর্শী দাস অপূর্ব কির্তন পরিবেশন করেন। কির্তনের পর রাশিয়া ইস্ক্কনের সহ-সভাপতি শ্রী রাধা দামোদর দাস রাশিয়াতে ইস্ক্কনের প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সৃতিচারণ করেন। মন্দির অধ্যক্ষ শ্রী সাধু প্রিয় দাস, লেখক শ্রী বিশামিত্র দাস, শ্রী সত্যানন্দ দাস, ক্রিশ্নান্নন্দ দাস, শ্রী যদু হরি দাস ২৫ বছরের বিভিন্ন ঘটনা পুন :উল্লেখ করেন ।পরিশেষ এ শ্রী গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ সারমর্ম বিশয় তুলে ধরেন। মধাহ্ন্যকালীন মহা প্রসাদের পর অপরান্হে ও রাতে নানাবিধ নৃত্য অনুষ্ঠান হই।শেষ দিন প্রায় ১৮০০ ভাক্ত উদায়োস্ত হরিনাম কির্তন করেন ।উল্লেখ যে শ্রীল প্রভুপাদ ১৯৭১ সালে রাশিয়াতে প্রথম পদার্পণ করে শ্রীমান অনন্ত শান্তি দাস প্রভুকে দীক্ষা দানের মাধ্যমে প্রচার সূচনা করেন। কিন্তু ১৯৮৮ সাল পর্যন্ত কমুনিস্ট শাসননামলে ভক্ত নিগ্রহ বিশেষ স্থান পাই। মিখাইল গর্ভাচেভের পদতাগ, বিশ্ব বিয়াপি ভক্তদের আন্দোলন ও কমুনিস্ট শাসনের বিলুপ্তির ফলে ১৯৮৮ ইস্কন নিবন্ধন লাভ করলে ১০০ টি সংগঠনের মাধ্যমে বছরে ২০ লক্ষ গ্রন্থ প্রচার হই। ফুড ফর লাইফ বছরে ৫০,০০,০০০(৫০ লক্ষ) থালা প্রসাদ বিতরণ করে এবং ১৯৯২ সালে অলিম্পিক স্টেডিয়ামে ৩৫ হাজার লোকের উপস্থিতিতে গৌরাঙ্গ ভজন ব্যান্ড বৃহত্তম হরিনাম সংকীর্তন করেন। বর্তমানে রাশিয়াতে মস্কো এলাকাতেই ১০ হাজার ভক্ত, ৩ টি মন্দির , শতাধিক ভক্ত প্রশিক্ষণ আশ্রম, ২৮ টি নগর প্রচার কেন্দ্র রয়েসে।
This website all content is collected from trusted information. This site is update information Every day and if possible every hour. So stay with us. There some of information collect from old book and some of new book and magazine. So any one can take this site content and information for debating and personal life. Only god can change your life, so pray to GOD and say only "HORE KRISHNA"
Category
- প্রশ্ন-উত্তর (103)
- ধর্মের আলোকে বিজ্ঞান (25)
- ইসলামের গুরুত্বপূর্ণ অজানা তথ্য (23)
- শ্রী রাধা-কৃষ্ণ (21)
- পূজা অর্চনা (20)
- কর্তব্য (19)
- Video Song (17)
- দেবতা ও দেবী (8)
No comments:
Post a Comment