JOY SRI RADHA MADHOB
আজ ২৫শে ভাদ্র রোজঃ বুধবার ১৪২০ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর ২০১৩ইং। তিথিঃ- ষষ্ঠী, মন্থানষষ্ঠী, চর্পটা (চাপড়া) ষষ্ঠী, শ্রীশ্রীসূর্য্যষষ্ঠী। চন্দ্রো- বৃশ্চিকে ।
কৃষ্ণকথাঃ-
উদ্ধবের প্রতী শ্রীভগবানের উক্তিঃ-
মদভিজ্ঞং গুরুং শান্তমুপাসীত মদাত্মকম্।।
অমান্যমৎসরো দক্ষো নির্ম্মমো দৃঢ়সৌহৃদঃ।
অসত্বরোহর্থজিজ্ঞাসুরনসূয়রমোঘবাক্।।
জায়াপত্যগৃহক্ষেত্রস্বজনদ্রবিণাদিষু।
উদাসীনঃ সমং পশ্যন্ সর্ব্বেষ্বর্থমিবাত্মনঃ।।
উদ্ধবের প্রতী শ্রীভগবানের উক্তিঃ-
মদভিজ্ঞং গুরুং শান্তমুপাসীত মদাত্মকম্।।
অমান্যমৎসরো দক্ষো নির্ম্মমো দৃঢ়সৌহৃদঃ।
অসত্বরোহর্থজিজ্ঞাসুরনসূয়রমোঘবাক্।।
জায়াপত্যগৃহক্ষেত্রস্বজনদ্রবিণাদিষু।
উদাসীনঃ সমং পশ্যন্ সর্ব্বেষ্বর্থমিবাত্মনঃ।।
যিনি আমাকে বিশেষরূপে জানেন, আমার স্বরূপ সেই শান্তগুরুর আরাধনা করিবে। অভিমান, মাৎসর্য্য, আলস্য ও মমতা ত্যাগ করিবে। গুরুতে দৃঢ়রূপে সৌহার্দ্দ্যবন্ধন করিয়া থাকিবে, ব্যগ্র হইবে না, তত্ত্ব জানিতে ইচ্ছা করিবে এবং অসূয়া ও অনর্থক আলাপ পরিহার করিবে। স্বীয় প্রয়োজনকে সর্ব্বদাই সমান দেখিয়া স্ত্রী, পুত্র, গৃহ, ক্ষেত্র, স্বজন ও ধনাদিতে উদাসীন হইয়া কেবল গুরুর উপাসনা করিবে।
No comments:
Post a Comment