মূর্তিপূজার অভিযোগে সালমান খানকে দুই দুই বার
ফতোয়া দিয়েছে কয়েকটি ইসলামি সংগঠন। মাদাম
তুসো জাদুঘরে সালমানের মোমের মূর্তি স্থাপিত হওয়ার পর প্রথম
ফতোয়া পেয়েছিলেন তিনি। পরে গণেশ চতুর্থী পূজায় অংশ
নিলে আবারও ফতোয়া জারি করা হয় তাঁর ওপর।
ইসলামে মূর্তিপূজা নিষিদ্ধ হওয়া সত্ত্বেও এ ধরনের
কর্মকাণ্ডে জড়িয়ে ইসলামি আইন ভঙ্গের অভিযোগ
তোলা হয়েছে সালমানের বিরুদ্ধে।
নিজের ধর্মে মরনও ভাল তাই আমরা সনাতনিরা কখন নিজ ধর্ম
থেকে বিচ্যুতিকে সমর্থন করি না । আবার কেউ নিজের ইচ্ছাতে
বিচ্যুত হলে তাকে হত্যা হুমকি বা এ ধরনের কোন ফাতোয়াও
দেই না। আর এটাই সনাতন ধর্মের অহঙ্কার্ ।
ফতোয়া দিয়েছে কয়েকটি ইসলামি সংগঠন। মাদাম
তুসো জাদুঘরে সালমানের মোমের মূর্তি স্থাপিত হওয়ার পর প্রথম
ফতোয়া পেয়েছিলেন তিনি। পরে গণেশ চতুর্থী পূজায় অংশ
নিলে আবারও ফতোয়া জারি করা হয় তাঁর ওপর।
ইসলামে মূর্তিপূজা নিষিদ্ধ হওয়া সত্ত্বেও এ ধরনের
কর্মকাণ্ডে জড়িয়ে ইসলামি আইন ভঙ্গের অভিযোগ
তোলা হয়েছে সালমানের বিরুদ্ধে।
নিজের ধর্মে মরনও ভাল তাই আমরা সনাতনিরা কখন নিজ ধর্ম
থেকে বিচ্যুতিকে সমর্থন করি না । আবার কেউ নিজের ইচ্ছাতে
বিচ্যুত হলে তাকে হত্যা হুমকি বা এ ধরনের কোন ফাতোয়াও
দেই না। আর এটাই সনাতন ধর্মের অহঙ্কার্ ।
No comments:
Post a Comment