Wednesday, September 11, 2013

হাঙ্গেরির সাংসদ ও মেয়র ইস্কন সন্নাসীকে পুরস্কারে ভুষিত করলেন /Hungarian MP and Mayor iskana sannasike bhusita in prizes

হাঙ্গেরির প্রত্যন্ত অঞ্চলে হাঙ্গেরির মেয়র ভেকানী  কারোলি মারিয়াল ও সংসদ মবিং জোসেফ আর্টিলা এবং কৃষ্ণ ভাক্তদের উদ্যোগে ২ দিন বেয়াপি অনুষ্ঠানমালায় পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের গুরুত্ব তুলে ধরা হই। ২০ বছর ধরে হাঙ্গেরির জনগণ। ভক্তবৃন্দের  গ্রাম উন্নয়নসাধন সম্পর্কিত তথ্য তুলে ধরা হয়। ১৯৯৩ সালে ইস্কন কতৃপক্ষ জমি কেনারপর স্থানীয় কৃষকেরা চাষাবাদ সম্পর্কে ধারণা দেন। রোমা  সদস্যগণ কাইক পরিশ্রম দিয়া  এবং ভক্তগণ শিক্ষা চিকিত্সা, চিত্র শিল্প, পরিবেশবিদ্যা সম্পর্কে সহায়তা দিয়া পারস্পরিক অর্থন্নতি, সামাজিক অগ্রগতি সাধন করেন। সম্প্রতি তারই স্বীকৃতি স্বরূপ মূল উদ্যোক্তা হাঙ্গেরির পারমার্থিক গুরু শ্রীল শিবরাম স্বামী মহারাজকে মেয়র ও সাংসদ উপস্থিত থেকে মেডেল উপহার দেন।

English:
Hungarian remote regions of the Hungarian Parliament mabim Mayor Joseph bhekani karoli mariyala artila and black bhaktadera days by mutual co-operation and unity of beyapi anusthanamalaya are highlighted. 0 years for the Hungarian people. Bhaktabrndera of the uplift of the information is made​​. In 1993, local farmers casabada kenarapara iskana authority of the land. Working with members and fans of Roma kaika treatment, painting industry, the mutual support of paribesabidya arthannati, social progress was achieved. Recently, in recognition of his theological mentor srila sibarama Hungarian entrepreneur husband maharajake Mayor and MP

Thanks all for read this.

No comments:

Post a Comment