Thursday, March 23, 2017

মুহাম্মদের বিষপানে মৃত্যু

মুহাম্মাদের খাইবার জয়ের ঠিক পরেই এক ইহুদি মহিলার আমন্ত্রণে ভোজে যায়। যেখানে ওই মহিলা মুহাম্মাদ আর তার সাহাবিদেরকে বিষ মেশানো ভেরা/খাশি পরিবেশন করে। মুহাম্মাদ কয়েক টুকরা মাংস মুখে দেয়ার পরই বুযতে পারে তাতে বিষ মেশানো এবং সে ওই মহিলাকে প্রশ্ন করে কেন সে খাবারে বিষ মিশিয়েছে! ওই মহিলা উত্তরে বলে " আমি জানতে চেয়েছিলাম আপনি সত্যিই আল্লাহর নবী কিনা আর তা যদি হতেন আল্লাহ অবশ্যই আপনাকে বিষ মেশানো খাবারের কথা জানিয়ে দিতেন আর আপনি যদি মিথ্যাবাদী হয়ে থাকেন আমি সব মানুষকে আপনার বর্বরতা থেকে বাঁচিয়ে দিলাম"। অবশেষে এই বিষপানেই তার মৃত্যু হয় ৬৩২ সালেhttps://www.istishon.com/?q=node/23762

No comments:

Post a Comment