Thursday, March 23, 2017

হিন্দুধর্ম কি গ্রহণ করা যায়?


কিছু হিন্দু ও অধিকাংশ মুসলিম মনে করে হিন্দু ধর্ম গ্রহণ করা যায় না। হিন্দু হতে হলে জন্মসূত্রে হতে হবে। কিন্তু আমাদের পবিত্র গ্রন্থ বেদ কি বলে ?
বেদের সেই বিখ্যাত মন্ত্রও আমাদের নির্দেশ করে যে হিন্দুধর্ম গ্রহণ করা যায়-
‘হে মনুষ্যগণ তোমরা ঈশ্বরের মহিমাকে বৃদ্ধি কর, সমগ্র বিশ্বকে আর্যধর্মে দীক্ষিত কর’। ঋগ্বেদ, ৯/৬৩/৫
"Oh mankind! To increase the glory of God, convert the whole world into AryaDharma!"...Rigveda 9/63/5

No comments:

Post a Comment