Monday, October 30, 2017

বিধবা নারী প্রথা

আমাদের সনাতন ধর্মে অন্যতম একটি কুসংস্কার হচ্ছে বিধবা নারী প্রথা । অন্যধর্মালম্ভীরা যখন আমাদের জিজ্ঞাসা করে ! বিধবা নারীদের কেন আবার বিয়ে দিতে পারে না । তখন আমরা সহজেই উত্তর দিয়ে দিই আমাদের শাস্ত্রে নাই । যে ব্যাক্তি এই কথাটা সহজে বলে দেয় , আমার মনে হয়না সেই ব্যাক্তির কাছে শাস্ত্র সর্ম্পকে কোন ধারনাই নাই ।
আপনার এই সব প্রশ্নের উত্তর দিতে হলে অব্যশই শাস্ত্র সর্ম্পকে জ্ঞান নিতে হবে । অথবা শাস্ত্র সমৃদ্ধ কোন ব্যাক্তির সাহায্য নিতে হবে । হয়তো বা মাথা নিচু করে চলে যেতে হবে ।
বিধবা নারী সর্ম্পকে স্মৃতিশাস্ত্র পরাশর সংহিতায় বলা হয়েছে-


"নষ্ট মৃতে প্রব্রজিতে ক্লীবে চ পতিতে পতৌ।
পচস্বাপত্সু নারীরাং পতিরন্যো বিধোয়তে।।"
(পরাশর সংহিতা ৪/৩০)

অনুবাদ- নারীর যদি স্বামী মারা যায়, তার স্বামী যদি গোপনে সন্ন্যাস গ্রহণ করে, স্বামী যদি নিখোঁজ হয়, স্বামী যদি সন্তান উৎপাদনে অক্ষম হয়, স্বামী যদি অধার্মিক ও অত্যাচারী হয় তবে স্ত্রী এই স্বামী ছেড়ে পুনরায় বিবাহ করতে পারে ।
উপর্যুক্ত ক্ষেত্রে হিন্দু নারী দ্বিতীয় বিবাহ করতে পারেন। তবে তার পূর্বে বর্তমান স্বামীকে সংশোধন বা প্রত্যাবর্তনের জন্য উপযুক্ত সময়কাল অপেক্ষা করতে হবে। তাতেও স্বামী নিজেকে সংশোধন না করলে, নিখোঁজ থেকে ফিরে না আসলে বা নপুংসকতা দূর না হলে স্ত্রী দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবে।

No comments:

Post a Comment