একসময় ধর্মে অনাস্থা ছিল আমার । যখন বড় হতে থাকলাম আমি নানা বিষয়ে প্রশ্ন করতে শুরু করলাম কিন্তু খ্রিস্টান বা অন্য ধর্মে এর উত্তর পেলাম না । তখন পবিত্র বেদ পড়া শুরু করি প্রশ্নের উত্তর গুলো পেতে শুরু করি এবং আয়ারল্যান্ডের ইনিস দ্বীপে রথযাত্রায় অংশগ্রহন করি ।
তখন থেকে আমি হরে কৃষ্ণ এবং এই ধর্মে দীক্ষিত হই ।

No comments:
Post a Comment