Friday, September 20, 2013

প্রায় ২০০ বছর আগে এভাবেই মরিশাসে সনাতন ধর্মের পদচিহ্ন পড়ে। বর্তমানে দেশটির মোট জনসংখ্যা ১৩ লাখ যার প্রায় সাড়ে ৬ লক্ষ হিন্দু।

পৃথিবীতে ৩টি দেশ আছে যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ তার মধ্যে একটি হচ্ছে আফ্রিকা মহাদেশের “মরিশাস” নামের দ্বীপরাষ্ট্রটি। নয়নাভিরাম সৌন্দর্যের এ দেশটির মোট জনসংখ্যার ৫০ শতাংশের মত জনগোষ্ঠী হিন্দু সম্প্রদায়ের। দেশটির বর্তমান প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ২ জনই হিন্দু। মুলত পর্যটন শিল্পকেন্দ্রিক অর্থনীতি নির্ভর দেশটি নিম্ন আয়ের দেশ থেকে বর্তমানে একটি মধ্য আয়ের দেশে পরিনত হয়েছে। দেশটিতে হিন্দুরা ছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের লোক পরস্পরের সাথে যথেষ্ট সৌহার্দ্য ও সম্প্রীতির সাথে বসবাস করে।
উপমহাদেশে ব্রিটিশ শাসনামলে মরিশাসে ব্যাপক নির্মাণকাজের জন্য ভারতবর্ষ থেকে বিপুল সংখ্যক শ্রমিক নেয়া হয়। উল্লেখ্য স্বাধীনতার পূর্বে মরিশাস ফ্রান্স ও ব্রিটিশ উপনিবেশ ছিল। প্রায় ২০০ বছর আগে এভাবেই প্রথম মরিশাসে সনাতন ধর্মের পদচিহ্ন পড়ে। বর্তমানে দেশটির মোট জনসংখ্যা ১৩ লাখ যার প্রায় সাড়ে ৬ লক্ষ হিন্দু। আফ্রিকার বিভিন্ন দেশে রাজনৈতিক ও জাতি-ধর্মগত সংঘাত বিরাজমান হলেও মরিশাস তার ব্যাতিক্রম। দেশটির আইনব্যাবস্থায় ব্রিটিশ ও ফরাসি আইনের প্রভাব লক্ষণীয়। আর স্থানীয় সংস্কৃতির সাথে ভারতবর্ষীও সংস্কৃতির সংমিশ্রণে এক মিশ্র সংস্কৃতি বিরাজমান ।
মরিশাসে হিন্দু ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠান খুব জাঁকজমকের সাথে পালন করা হয়। ” মহা শিবরাত্রি” অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান যা খুব ব্যাপক উৎসাহ- উদ্দীপনার সাথে পালন করা হয়। “গনেশ চতুর্থি” আরকম আরেকটি বড় উৎসব। ভারতের মত মরিশাসেও “দিওয়ালী” ও “হোলি” সার্বজনীন ভাবে পালনকৃত ২টি উৎসব। এছাড়া “মকর সংক্রান্তি”, “উগাডি (হিন্দু নববর্ষ)”, তামিল হিন্দু দেবতা “মুরুগা”র পূজা খুব প্রচলিত। উল্লেখ্য, উগাডি, মহা শিবরাত্রি, দিওয়ালী ও গনেশ চতুর্থী এই উৎসবগুলিতে মরিশাসে সরকারী ছুটি।
মরিশাসে অসংখ্য সুন্দর হিন্দু মন্দির, মূর্তি ও স্থাপনা বিদ্যমান। ১৮৫০ সালে প্রতিষ্ঠিত উজ্জ্বল সাদা রঙের “মহেশ্বরথ” অন্যতম বড় একটি মন্দির যা Triolet শহরে অবস্থিত। Ganga Talao Lake মরিশাসে হিন্দু ধর্মাবলম্বীদের ও পর্যটকদের জন্য খুব আকর্ষণীয় একটি স্থান। এখানে অনেকগুলো সুন্দর দেব-দেবীদের মূর্তি ও মন্দির রয়েছে। “মঙ্গল মহাদেব” নামে একটি শিবের ১০৮ ফুট উচু মূর্তি যা খুবই সুন্দর কারুকার্য খচিত। মূর্তিটি এখানে “সাগর শিব মন্দির” (২০০৭ সালে প্রতিষ্ঠিত) এর সামনে অবস্থিত। “মঙ্গল মহাদেব” এর বিপরীতেই স্থাপিত মা দুর্গার আরেকটি ১০৮ ফুট উচু মূর্তি। এখানে আরও অনেকগুলো মূর্তি আছে এবং নির্মাণাধীন। ১৮৫৪ সালে প্রতিষ্ঠিত Cailaisson Tamil temple আর একটি বিখ্যাত তামিল হিন্দু মন্দির যা Abercrombie শহরে অবস্থিত।
সবকিছুর পরে মরিশাস এ প্রাকৃতিক সৌন্দর্যের কোন তুলনা নেই। পাহাড়, নদী, সমুদ্র, বন আর সমতলের এক অপূর্ব ভূস্বর্গ বলা যায় একে। যে কারণে প্রতিবছর সারা বিশ্ব থেকে অসংখ্য পর্যটক ভিড় জমায় এখানে। পাঠকদের প্রতিও অনুরোধ, সুযোগ হলে অবশ্যই ঘুরে আসবেন মরিশাস থেকে, হোক সে বেড়ানো , হানিমুন বা দেবদেবী দর্শন ।
ছবি: মরিশাসের রাজধানী পোর্ট লুইসে একটি হিন্দু মন্দির

——————————-
লেখাটি পড়ার পর আপনার মন্তব্য আশা করছি
পৃথিবীতে ৩টি দেশ আছে যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ তার মধ্যে একটি হচ্ছে আফ্রিকা মহাদেশের "মরিশাস" নামের দ্বীপরাষ্ট্রটি। নয়নাভিরাম সৌন্দর্যের এ দেশটির মোট জনসংখ্যার ৫০ শতাংশের মত জনগোষ্ঠী হিন্দু সম্প্রদায়ের। দেশটির বর্তমান প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ২ জনই হিন্দু। মুলত পর্যটন শিল্পকেন্দ্রিক অর্থনীতি নির্ভর দেশটি নিম্ন আয়ের দেশ থেকে বর্তমানে একটি মধ্য আয়ের দেশে পরিনত হয়েছে। দেশটিতে হিন্দুরা ছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের লোক পরস্পরের সাথে যথেষ্ট সৌহার্দ্য ও সম্প্রীতির সাথে বসবাস করে।</p>
<p>উপমহাদেশে ব্রিটিশ শাসনামলে মরিশাসে ব্যাপক নির্মাণকাজের জন্য ভারতবর্ষ থেকে বিপুল সংখ্যক শ্রমিক নেয়া হয়। উল্লেখ্য স্বাধীনতার পূর্বে মরিশাস ফ্রান্স ও ব্রিটিশ উপনিবেশ ছিল। প্রায় ২০০ বছর আগে এভাবেই প্রথম মরিশাসে সনাতন ধর্মের পদচিহ্ন পড়ে। বর্তমানে দেশটির মোট জনসংখ্যা ১৩ লাখ যার প্রায় সাড়ে ৬ লক্ষ হিন্দু। আফ্রিকার বিভিন্ন দেশে রাজনৈতিক ও জাতি-ধর্মগত সংঘাত বিরাজমান হলেও মরিশাস তার ব্যাতিক্রম। দেশটির আইনব্যাবস্থায় ব্রিটিশ ও ফরাসি আইনের প্রভাব লক্ষণীয়। আর স্থানীয় সংস্কৃতির সাথে ভারতবর্ষীও সংস্কৃতির সংমিশ্রণে এক মিশ্র সংস্কৃতি বিরাজমান ।</p>
<p>মরিশাসে হিন্দু ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠান খুব জাঁকজমকের সাথে পালন করা হয়। " মহা শিবরাত্রি" অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান যা খুব ব্যাপক উৎসাহ- উদ্দীপনার সাথে পালন করা হয়। "গনেশ চতুর্থি" আরকম আরেকটি বড় উৎসব। ভারতের মত মরিশাসেও "দিওয়ালী" ও "হোলি" সার্বজনীন ভাবে পালনকৃত ২টি উৎসব। এছাড়া "মকর সংক্রান্তি", "উগাডি (হিন্দু নববর্ষ)", তামিল হিন্দু দেবতা "মুরুগা"র পূজা খুব প্রচলিত। উল্লেখ্য, উগাডি, মহা শিবরাত্রি, দিওয়ালী ও গনেশ চতুর্থী এই উৎসবগুলিতে মরিশাসে সরকারী ছুটি।</p>
<p>মরিশাসে অসংখ্য সুন্দর হিন্দু মন্দির, মূর্তি ও স্থাপনা বিদ্যমান। ১৮৫০ সালে প্রতিষ্ঠিত উজ্জ্বল সাদা রঙের "মহেশ্বরথ" অন্যতম বড় একটি মন্দির যা Triolet শহরে অবস্থিত। Ganga Talao Lake মরিশাসে হিন্দু ধর্মাবলম্বীদের ও পর্যটকদের জন্য খুব আকর্ষণীয় একটি স্থান। এখানে অনেকগুলো সুন্দর দেব-দেবীদের মূর্তি ও মন্দির রয়েছে। "মঙ্গল মহাদেব" নামে একটি শিবের ১০৮ ফুট উচু মূর্তি যা খুবই সুন্দর কারুকার্য খচিত। মূর্তিটি এখানে "সাগর শিব মন্দির" (২০০৭ সালে প্রতিষ্ঠিত) এর সামনে অবস্থিত। "মঙ্গল মহাদেব" এর বিপরীতেই স্থাপিত মা দুর্গার আরেকটি ১০৮ ফুট উচু মূর্তি। এখানে আরও অনেকগুলো মূর্তি আছে এবং নির্মাণাধীন। ১৮৫৪ সালে প্রতিষ্ঠিত Cailaisson Tamil temple আর একটি বিখ্যাত তামিল হিন্দু মন্দির যা Abercrombie শহরে অবস্থিত।</p>
<p>সবকিছুর পরে মরিশাস এ প্রাকৃতিক সৌন্দর্যের কোন তুলনা নেই। পাহাড়, নদী, সমুদ্র, বন আর সমতলের এক অপূর্ব ভূস্বর্গ বলা যায় একে। যে কারণে প্রতিবছর সারা বিশ্ব থেকে অসংখ্য পর্যটক ভিড় জমায় এখানে। পাঠকদের প্রতিও অনুরোধ, সুযোগ হলে অবশ্যই ঘুরে আসবেন মরিশাস থেকে, হোক সে বেড়ানো , হানিমুন বা দেবদেবী দর্শন ।</p>
<p>ছবি: মরিশাসের রাজধানী পোর্ট লুইসে একটি হিন্দু মন্দির</p>
<p>লিখেছেন শ্রী মিহির সেীরভ<br />
-------------------------------<br />
লেখাটি পড়ার পর আপনার মন্তব্য আশা করছি

No comments:

Post a Comment