****
কানাডাতে হিন্দু ধর্মের সূচনা হয় প্রায় আজ থেকে ১০০ বছর আগে যখন তৎকালীন ভারতবর্ষ থেকে কিছু মানুষ জীবিকার উদ্দেশে পাড়ি জমায় সেখানে। পরবর্তীতে ভারত, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ফিজি, দক্ষিণ আফ্রিকা সহ অন্যান্য দেশ থেকে অসংখ্য হিন্দু অভিবাসনের মাধ্যমে বর্ত্তমানে কানাডায় বসবাস করছে।
সর্বশেষ ২০১১ সালের অফিসিয়াল তথ্য অনুযায়ী ব্তমানে কানাডায় বসবাসরত হিন্দুর সংখ্যা প্রায় ৫ লক্ষ যা কানাডার সর্বমোট জনসংখ্যার ১.৬% । ২০০৬ সালেও ছিল ১.২ % অর্থাৎ হিন্দু জনগোষ্ঠী বোড়ছে । ভারত ,বাংলাদেশের মতো কমছে না । আমেরিকার মতই কানাডাতেও হিন্দুদের আর্থ-সামাজিক অবস্থা অন্যান্য অভিবাসী সম্প্রদায়ের চেয়ে অনেক উন্নত এবং সেখানকার আইনের প্রতিও তারা অন্ত্যন্ত শ্রদ্ধাশীল বলে হিন্দুদের কানাডিয়ান সমাজে খুব পজেটিভভাবে দেখা হয়। যার প্রকাশ, ২০১২ সালে কানাডা সরকার নিজ উদ্যোগে ভূটান থেকে রিফিউজি হয়ে আসা ৫০০০ হিন্দুকে কানাডাতে পুনর্বাসনের ব্যবস্থা করেছে।
কানাডাতে বর্তমানে প্রায় ১০০০ এর বেশী মন্দির রয়েছে যার বেশিরভাগই অন্টারিও প্রদেশে স্থাপিত। এই অন্টারিও প্রদেশেই কানাডার মোট হিন্দু জনসংখ্যার শতকরা ৭৫ ভাগ বসবাস করে। সবচেয়ে বড় মন্দিরটি অবস্থিত টরেন্টোতে যার নাম “BAPS শ্রী স্বামীনারায়ণ মন্দির টরেন্টো” । ৭ বছর ধরে নির্মাণ কাজ এর পর ২০০৭ সালের জুলাই মাসে মন্দিরটি সবার জন্য খুলে দেয়া হয় এবং সেখানে নিয়মিত পূজা- অর্চনা ছাড়াও বিভিন্ন সামাজিক সচেতনতামুলক অনুষ্ঠান যেমন International Women’s Day Celebrations এর মত নানা অনুষ্ঠান পালন করা হয় যে কারণে মন্দিরটি সবার মাঝে খুব খ্যাতি অর্জন করেছে।
মিসিসাউগা শহরে অবস্থিত আর একটি উল্লেখযোগ্য মন্দির হচ্ছে "টরেন্টো কালীবাড়ি" যেটির প্রতিষ্ঠাতা কানাডার অভিবাসী বাঙ্গালী হিন্দু সম্প্রদায়। "Hindu Youth Network" কানাডার সবচেয়ে বড় হিন্দু যুব সংগঠন যা সুনামের সাথে কানাডার বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সেবামূলক কাজে নিয়োজিত রয়েছে। " Canadian Hindu Advocacy" একটি আইনসেবা মূলক প্রতিন্ঠান যা কানাডায় অভিবাসী হিন্দুদের বিভিন্ন আইনগত সেবা দিয়ে থাকে।
এছাড়া ISKCON, Hindu Sabha temple, World Maha Hindu Organization সহ আরও অনেক সামাজিক ও সাংস্কৃতিক প্রতিন্ঠান কানাডাতে হিন্দু ধর্মের সেবায় নিয়োজিত রয়েছে যার জন্য প্রতিনিয়ত কানাডার পশ্চিমা নাগরিকরা গ্রহন করছে সনাতন ধর্ম।
সর্বশেষ ২০১১ সালের অফিসিয়াল তথ্য অনুযায়ী ব্তমানে কানাডায় বসবাসরত হিন্দুর সংখ্যা প্রায় ৫ লক্ষ যা কানাডার সর্বমোট জনসংখ্যার ১.৬% । ২০০৬ সালেও ছিল ১.২ % অর্থাৎ হিন্দু জনগোষ্ঠী বোড়ছে । ভারত ,বাংলাদেশের মতো কমছে না । আমেরিকার মতই কানাডাতেও হিন্দুদের আর্থ-সামাজিক অবস্থা অন্যান্য অভিবাসী সম্প্রদায়ের চেয়ে অনেক উন্নত এবং সেখানকার আইনের প্রতিও তারা অন্ত্যন্ত শ্রদ্ধাশীল বলে হিন্দুদের কানাডিয়ান সমাজে খুব পজেটিভভাবে দেখা হয়। যার প্রকাশ, ২০১২ সালে কানাডা সরকার নিজ উদ্যোগে ভূটান থেকে রিফিউজি হয়ে আসা ৫০০০ হিন্দুকে কানাডাতে পুনর্বাসনের ব্যবস্থা করেছে।
কানাডাতে বর্তমানে প্রায় ১০০০ এর বেশী মন্দির রয়েছে যার বেশিরভাগই অন্টারিও প্রদেশে স্থাপিত। এই অন্টারিও প্রদেশেই কানাডার মোট হিন্দু জনসংখ্যার শতকরা ৭৫ ভাগ বসবাস করে। সবচেয়ে বড় মন্দিরটি অবস্থিত টরেন্টোতে যার নাম “BAPS শ্রী স্বামীনারায়ণ মন্দির টরেন্টো” । ৭ বছর ধরে নির্মাণ কাজ এর পর ২০০৭ সালের জুলাই মাসে মন্দিরটি সবার জন্য খুলে দেয়া হয় এবং সেখানে নিয়মিত পূজা- অর্চনা ছাড়াও বিভিন্ন সামাজিক সচেতনতামুলক অনুষ্ঠান যেমন International Women’s Day Celebrations এর মত নানা অনুষ্ঠান পালন করা হয় যে কারণে মন্দিরটি সবার মাঝে খুব খ্যাতি অর্জন করেছে।
মিসিসাউগা শহরে অবস্থিত আর একটি উল্লেখযোগ্য মন্দির হচ্ছে "টরেন্টো কালীবাড়ি" যেটির প্রতিষ্ঠাতা কানাডার অভিবাসী বাঙ্গালী হিন্দু সম্প্রদায়। "Hindu Youth Network" কানাডার সবচেয়ে বড় হিন্দু যুব সংগঠন যা সুনামের সাথে কানাডার বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সেবামূলক কাজে নিয়োজিত রয়েছে। " Canadian Hindu Advocacy" একটি আইনসেবা মূলক প্রতিন্ঠান যা কানাডায় অভিবাসী হিন্দুদের বিভিন্ন আইনগত সেবা দিয়ে থাকে।
এছাড়া ISKCON, Hindu Sabha temple, World Maha Hindu Organization সহ আরও অনেক সামাজিক ও সাংস্কৃতিক প্রতিন্ঠান কানাডাতে হিন্দু ধর্মের সেবায় নিয়োজিত রয়েছে যার জন্য প্রতিনিয়ত কানাডার পশ্চিমা নাগরিকরা গ্রহন করছে সনাতন ধর্ম।
No comments:
Post a Comment