Friday, September 13, 2013

শ্রীকৃষ্ণের জন্মস্থান মন্দির

Come to learn and increase your knowledge.


^^^^^^^পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আর্বিভাব অপ্রাকৃত ধাম মথুরায় , ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথীতে ৫২৩৮বছর পূর্বে । দিনটি ছিল বুধবার ।

দ্বাপর যুগের সেই অপ্রাকৃত লীলাবিলাস এখনও দর্শনীয় । কংস যেস্থানে দেবকীকে আবদ্ধ করে রেখেছিলেন সেই কারাগারটি এখনও দর্শন করা যায় । যে স্থানে কংস দেবকীর ছয় পুত্রকে হত্যা করেছিলেন সেই স্থানটিও দর্শন করা যায় । পৌরাণিক কাহিনী মতে এই স্থানে সর্বপ্রথম মন্দির নির্মাণ করেন শ্রীকৃষ্ণের প্রপৌত্র শ্রীবজ্রনাভ । পাথরে খোদিত ব্রাহ্মীলিপি থেকেও এ তথ্যের সত্যতা পাওয়া যায় ।

বহুবছর এই মন্দির অবস্থিত থাকলেও মুঘল সম্রাট আওরঙ্গজেব বৃন্দাবন ও মথুরার বিভিন্ন মন্দিরের পাশাপাশি সেই জন্মস্থান মন্দির ধ্বংস করেন ।

****

আলেকজান্ডারের শাসনামলে আলেকজান্ডার ভারতবর্ষে এসে বেদি মন্দিরটি সম্পূর্ণ না ভেঙ্গে প্রার্থণা হলটি ভেঙ্গে দেন । মন্দিরের বেদি তখন রক্ষা পেলেও মুঘল সম্রাট আওরঙ্গজেব গোবিন্দদেব মন্দিরটি ভেঙ্গে আর্বিভাব স্থান মন্দিরের এক অংশে ঈদগাহ্‌ মস্‌জিদ নির্মাণ করেন ।

এই স্থানে নির্মিত হওয়া প্রাচীন মন্দিরের বর্ণনা সমগ্র গ্রন্থ বা লিপি রয়েছে । যেমন - ১০১৭ সালে মুহম্মদ গজনবীর লিখিত রের্কড থেকে বহু তথ্য জানা যায় । তিনি লিখেছিলেন , "শহরের প্রান্তে অবস্থিত অভূতপূর্ব মন্দির নিশ্চয়ই কোন মানুষ নির্মাণ করেননি । এটি নিশ্চয় (দেবতারা বা ফেরেস্তারা ) নির্মাণ করেছেন ।"

বর্তমানে মন্দিরের রাধাকৃষ্ণ বিগ্রহটি ঠিক দেখতে মানুষের মত তথা ৬ফুট বিশিষ্ট এবং জগন্নাথ -বলদেব -সুভদ্রা বিগ্রহত্রয় পুরীধাম থেকে মথুরায় এই মন্দিরে অবস্থান করে অপ্রাকৃত সেবা গ্রহণ করছেন । এখনও মন্দিরে প্রবেশ করলেই অপ্রাকৃত আনন্দ , সুখ অনুভব হয় অর্থাত্‍ ভগবান শ্রীকৃষ্ণ যে এখনও এই স্থানে লীলাবিলাস করেছেন তা শুদ্ধ ভক্তগণ অনুভব করতে পারবেন ।

☛মন্দিরের অবস্থান - মথুরা বর্তমানে যমুনা নদীর তীরে , রাজধানী নয়াদিল্লী থেকে ১৪৫ কিলোমিটার দূরে অবস্থিত ।

☛ছবির বর্ননা - পাশাপাশি ঈদগাহ্‌ মসজিদ (বামে) ও শ্রীকৃষ্ণের জন্মস্থান মন্দির ।


ইতিহাস কথা বলে : http://en.wikipedia.org/wiki/Kesava_Deo_Temple

Photo: শ্রীকৃষ্ণের জন্মস্থান মন্দির

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আর্বিভাব অপ্রাকৃত ধাম মথুরায় , ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথীতে ৫২৩৮বছর পূর্বে । দিনটি ছিল বুধবার ।

দ্বাপর যুগের সেই অপ্রাকৃত লীলাবিলাস এখনও দর্শনীয় । কংস যেস্থানে দেবকীকে আবদ্ধ করে রেখেছিলেন সেই কারাগারটি এখনও দর্শন করা যায় । যে স্থানে কংস দেবকীর ছয় পুত্রকে হত্যা করেছিলেন সেই স্থানটিও দর্শন করা যায় । পৌরাণিক কাহিনী মতে এই স্থানে সর্বপ্রথম মন্দির নির্মাণ করেন শ্রীকৃষ্ণের প্রপৌত্র শ্রীবজ্রনাভ । পাথরে খোদিত ব্রাহ্মীলিপি থেকেও এ তথ্যের সত্যতা পাওয়া যায় ।

বহুবছর এই মন্দির অবস্থিত থাকলেও মুঘল সম্রাট আওরঙ্গজেব বৃন্দাবন ও মথুরার বিভিন্ন মন্দিরের পাশাপাশি সেই জন্মস্থান মন্দির ধ্বংস করেন ।

আলেকজান্ডারের শাসনামলে আলেকজান্ডার ভারতবর্ষে এসে বেদি মন্দিরটি সম্পূর্ণ না ভেঙ্গে প্রার্থণা হলটি ভেঙ্গে দেন । মন্দিরের বেদি তখন রক্ষা পেলেও মুঘল সম্রাট আওরঙ্গজেব গোবিন্দদেব মন্দিরটি ভেঙ্গে আর্বিভাব স্থান মন্দিরের এক অংশে ঈদগাহ্‌ মস্‌জিদ নির্মাণ করেন ।

এই স্থানে নির্মিত হওয়া প্রাচীন মন্দিরের বর্ণনা সমগ্র গ্রন্থ বা লিপি রয়েছে । যেমন - ১০১৭ সালে মুহম্মদ গজনবীর লিখিত রের্কড থেকে বহু তথ্য জানা যায় । তিনি লিখেছিলেন , "শহরের প্রান্তে অবস্থিত অভূতপূর্ব মন্দির নিশ্চয়ই কোন মানুষ নির্মাণ করেননি । এটি নিশ্চয় (দেবতারা বা ফেরেস্তারা ) নির্মাণ করেছেন ।"

বর্তমানে মন্দিরের রাধাকৃষ্ণ বিগ্রহটি ঠিক দেখতে মানুষের মত তথা ৬ফুট বিশিষ্ট এবং জগন্নাথ -বলদেব -সুভদ্রা বিগ্রহত্রয় পুরীধাম থেকে মথুরায় এই মন্দিরে অবস্থান করে অপ্রাকৃত সেবা গ্রহণ করছেন । এখনও মন্দিরে প্রবেশ করলেই অপ্রাকৃত আনন্দ , সুখ অনুভব হয় অর্থাত্‍ ভগবান শ্রীকৃষ্ণ যে এখনও এই স্থানে লীলাবিলাস করেছেন তা শুদ্ধ ভক্তগণ অনুভব করতে পারবেন ।

☛মন্দিরের অবস্থান - মথুরা বর্তমানে যমুনা নদীর তীরে , রাজধানী নয়াদিল্লী থেকে ১৪৫ কিলোমিটার দূরে অবস্থিত ।

☛ছবির বর্ননা - পাশাপাশি ঈদগাহ্‌ মসজিদ (বামে) ও শ্রীকৃষ্ণের জন্মস্থান মন্দির ।

তথ্যসূত্র-► রথ যাত্রা ◄-
-------------------
ইতিহাস কথা বলে : http://en.wikipedia.org/wiki/Kesava_Deo_Temple

No comments:

Post a Comment