Friday, September 20, 2013

বিশ্ব হরিনাম দিবস

বিশ্ব হরিনাম দিবস</p>
<p>আজ ১৭ সেপ্টেম্বর বিশ্ব হরিনাম দিবস। আজ থেকে ৫০০ বছর পূর্বে ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু পৃথিবীর মানুষের কল্যাণে এই হরিনাম নিয়ে এসেছিলেন। এই ১৬ নাম ৩২ অক্ষর বিশিষ্ট হরিনাম সকল কলুষনাশক, ভক্তিপ্রদায়ক, মুক্তিপ্রদায়ক। এই হরিনামের মহিমা এতই অসীম যে তা লিখে শেষ করা যায় না। এই হরিনাম জপ করতে কোন বিধি-নিষেধ, সময়, পাত্র, স্থান, কাল কোন কিছুই বিবেচনা করতে হয় না। হরিনাম জপ করার জন্য কোন যোগ্যতা, ধর্ম, বর্ণের প্রয়োজন নেই। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্র, সাদা, কালো, চন্ডাল, আমেরিকান, আফ্রিকান নির্বিশেষে সকলেই এই হরিনাম গ্রহণ করতে পারে। বিশ্ব হরিনাম দিবসে আমরা বেশি বেশি হরিনাম জপ করার সংকল্প গ্রহণ করতে পারি।</p>
<p>হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।<br />
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ॥<br />
@[263275580457101:274:হিন্দু ধর্ম প্রচার সংঘ]












আজ ১৭ সেপ্টেম্বর বিশ্ব হরিনাম দিবস। আজ থেকে ৫০০ বছর পূর্বে ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু পৃথিবীর মানুষের কল্যাণে এই হরিনাম নিয়ে এসেছিলেন। এই ১৬ নাম ৩২ অক্ষর বিশিষ্ট হরিনাম সকল কলুষনাশক, ভক্তিপ্রদায়ক, মুক্তিপ্রদায়ক। এই হরিনামের মহিমা এতই অসীম যে তা লিখে শেষ করা যায় না। এই হরিনাম জপ করতে কোন বিধি-নিষেধ, সময়, পাত্র, স্থান, কাল কোন কিছুই বিবেচনা করতে হয় না। হরিনাম জপ করার জন্য কোন যোগ্যতা, ধর্ম, বর্ণের প্রয়োজন নেই। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্র, সাদা, কালো, চন্ডাল, আমেরিকান, আফ্রিকান নির্বিশেষে সকলেই এই হরিনাম গ্রহণ করতে পারে। বিশ্ব হরিনাম দিবসে আমরা বেশি বেশি হরিনাম জপ করার সংকল্প গ্রহণ করতে পারি।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ॥

No comments:

Post a Comment