^^^^^^^^^^^
^^^^^^
মিডিয়াতে আগমনের একটা পর্যায়ে শ্রাবস্তী দত্ত তিন্নির সঙ্গে অভিনয়শিল্পী আদনান ফারুক হিল্লোলের প্রেমের সম্পর্ক তৈরি হয়। নানা প্রতিকুল পরিস্থিতি পার হয়ে হিল্লোল ও তিন্নি বিবাহবন্ধনেও আবদ্ধ হন। বছর পাঁচেক ভালোভাবেই সংসার চলছিল। হিল্লোল-তিন্নির ঘর আলো করে এসেছিল তাঁদের মেয়ে ওয়ারিশা। কিন্তু সন্তানের বয়স এক বছর যেতে না যেতেই হিল্লোল তিন্নিকে ডিভোর্স দেন । এরপর হিল্লোল নিজেকে ধরে রাখতে পারলেও তিন্নি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। যা আর অতিক্রম করতে পারেননি তিন্নি।
But 10 years ago (দশ বছর আগে ) মিডিয়ায় তিন্নির আগমনটা ছিল চোখে পড়ার মতোই। মডেলিং, অভিনয় এবং গান দিয়ে নিজেও তা একের পর এক প্রমাণ করে গেছেন। একটা সময় নাম লিখিয়েছিলেন বাণিজ্যিক চলচ্চিত্রেও। নায়ক হিসেবে প্রথম ছবিতে সহশিল্পী হিসেবে পেয়েছেন শাকিব খানকে। সোহানুর রহমান সোহানের ‘সে আমার মন কেড়েছে’ চলচ্চিত্রে তিন্নির অভিনয়ও সবার কাছে প্রশংসিত হয়েছিল।
সম্প্রতি তিন্নি নতুন করে আলোচনায় এলেন ফেসবুকে এই ছবি পোস্ট করার সুবাদে।তিন্নি নিজেই তাঁর ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি আপলোড করেন। এ ছবি দেখে তিন্নির শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা চরম হতাশ হয়েছেন। পরিচিতজনদের অনেকে আবার বিস্ময়ও প্রকাশ করেছেন। কেউ কেউ বলেছেন, প্রিয় মানুষটির এমন পরিণতি দেখার চেয়ে না দেখাটাই ভালো ছিল।.............
^^^^^^
মিডিয়াতে আগমনের একটা পর্যায়ে শ্রাবস্তী দত্ত তিন্নির সঙ্গে অভিনয়শিল্পী আদনান ফারুক হিল্লোলের প্রেমের সম্পর্ক তৈরি হয়। নানা প্রতিকুল পরিস্থিতি পার হয়ে হিল্লোল ও তিন্নি বিবাহবন্ধনেও আবদ্ধ হন। বছর পাঁচেক ভালোভাবেই সংসার চলছিল। হিল্লোল-তিন্নির ঘর আলো করে এসেছিল তাঁদের মেয়ে ওয়ারিশা। কিন্তু সন্তানের বয়স এক বছর যেতে না যেতেই হিল্লোল তিন্নিকে ডিভোর্স দেন । এরপর হিল্লোল নিজেকে ধরে রাখতে পারলেও তিন্নি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। যা আর অতিক্রম করতে পারেননি তিন্নি।
But 10 years ago (দশ বছর আগে ) মিডিয়ায় তিন্নির আগমনটা ছিল চোখে পড়ার মতোই। মডেলিং, অভিনয় এবং গান দিয়ে নিজেও তা একের পর এক প্রমাণ করে গেছেন। একটা সময় নাম লিখিয়েছিলেন বাণিজ্যিক চলচ্চিত্রেও। নায়ক হিসেবে প্রথম ছবিতে সহশিল্পী হিসেবে পেয়েছেন শাকিব খানকে। সোহানুর রহমান সোহানের ‘সে আমার মন কেড়েছে’ চলচ্চিত্রে তিন্নির অভিনয়ও সবার কাছে প্রশংসিত হয়েছিল।
সম্প্রতি তিন্নি নতুন করে আলোচনায় এলেন ফেসবুকে এই ছবি পোস্ট করার সুবাদে।তিন্নি নিজেই তাঁর ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি আপলোড করেন। এ ছবি দেখে তিন্নির শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা চরম হতাশ হয়েছেন। পরিচিতজনদের অনেকে আবার বিস্ময়ও প্রকাশ করেছেন। কেউ কেউ বলেছেন, প্রিয় মানুষটির এমন পরিণতি দেখার চেয়ে না দেখাটাই ভালো ছিল।.............
No comments:
Post a Comment