Tuesday, October 21, 2014

ব্রহ্মার সাত জন মানসপুত্র

মহাভারতের শান্তিপর্বের অষ্টাধিকদ্বিশততম অধ্যায়ের প্রজাপতিবিবরণ-সৃষ্টিবিস্তারে বলা হয়েছে- 'প্রথমে কেবল একমাত্র সনাতন ভগবান্ ব্রহ্মা বিদ্যামান ছিলেন. অনন্তর তাঁহার মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত্য, পুলহ, ক্রতু ও বশিষ্ট এই সাত অগ্নিতুল্য পুত্রের উৎপত্তি হয়.

ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীগণ উত্তর-পূর্ব আকাশের একটি নক্ষত্রমণ্ডলকে সপ্তর্ষিমণ্ডল নামে চিহ্নিত করেছিলেন. এই সপ্তর্ষিমণ্ডলের তারাগুলিও এই সাতজন ঋষির নামে চিহ্নিত হয়.

সপ্তর্ষি অর্থাৎ সাত ঋষি. বিভিন্ন সনাতন সাহিত্যে এবং বেদে সপ্তর্ষিদের প্রশংসা করা হয়েছে. বৈদিক সংহিতায় কখনই সপ্তর্ষিদের নাম পাওয়া যায় না. কিন্তু উপনিষদে তাদের নাম পাওয়া যায়. বেদে তাদের বৈদিক ধর্মের পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ করা হয়েছে.
জৈমিনি ব্রাহ্মণ্য ২.২18-২২1 অনুযায়ী সপ্তর্ষিগণ হলেন-- বশিষ্ঠ, ভরদ্বাজ, জমদগ্নি, গৌতম, অত্রি, বিশ্বামিত্র, অগস্ত্য.
বৃহদারণ্যক উপনিষদ অনুজায়ী সপ্তর্ষিগণ হলেন --- বশিষ্ঠ, ভরদ্বাজ, জমদগ্নি, গৌতম, অত্রি, কশ্যপ, বিশ্বামিত্র.

বৈদিক পরবর্তী শাস্ত্রে বিভিন্ন রকম তালিকা আবির্ভূত হয়.এসব ঋষিদের ব্রহ্মার মানসপুত্র রুপে ধারণা করা হয়. আকাশে সপ্তর্ষিমণ্ডলের সাত নক্ষত্র হল বশিষ্ঠ, মরীচি, পুলস্ত্য, পুলহ, অত্রি, অঙ্গিরা, ক্রতু. সপ্তর্ষিমণ্ডলের সাথে আর একটি নক্ষত্র আবছা ভাবে দেখা যায় যার নাম হল অরুন্ধতী.অরুন্ধতী হলেন ঋষি বশিষ্ঠের স্ত্রী.

বর্তমান সপ্তর্ষিগণ হলেন --- অত্রি, ভৃগু, অঙ্গিরা, বশিষ্ঠ, পুলস্ত্য, পুলহ, ক্রতু.
এক এক যুগে (সত্য, ত্রেতা, দ্বাপর, কলি) সপ্তর্ষিগণ পরিবর্তিত হন.

No comments:

Post a Comment