Friday, September 20, 2013

কুষ্টিয়ায় কোটি টাকা মুল্যের বিষ্ণ মূর্তি উদ্ধার




কুষ্টিয়ার কুমারখালীর প্রত্যন্ত গ্রাম দুধকুমড়া থেকে কোটি টাকা মূল্যের বিষ্ণ মূর্তি উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে কুমারখালী থানা পুলিশ ও ডিবি পুলিশ এ পাথর উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, দুধকুমড়া গ্রামের ভুমিহীন পাড়ার কাদের শেখের স্ত্রী রহিমা খাতুন (৪০) তার বাড়ির পাশে পান বরজ থেকে মাটি আনতে যায়। গর্ত খোড়ার এক পর্যায়ে বিষ্ণু মূর্তিটি দেখতে পায় রহিমা। গর্তের স্থানে বহু পূরানো একটি গাছ ছিল বলে জানায় এলাকাবাসী। কয়েক বছর আগে গাছটি মরে যায়। সেখান থেকে অনেকেই গৃহস্থালীর কাজে ব্যবহারের জন্য মাটি আনত।
বিষয়টি প্রথম দিকে কেউ না জানলেও পরে বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়। খবর পেয়ে পুলিশের যৌথ টিম সেখান থেকে মুর্তিটি উদ্ধার করে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসে। মুর্তিটি কোষ্টি পাথরের বলেই ধারণা করছে পুলিশ। কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ জানান, দুধকমড়া থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি বিষ্ণু মূর্তি উদ্ধার হয়েছে। পরীক্ষার জন্য মুর্তিটি ঢাকায় পাঠানো হবে। তবে মুর্তিটি কোষ্টি পাথরের হলে এর মূল্য কোটি টাকার উপরে বলে জানান তিনি।
বিষয়টি এলাকাবাসী কুষ্টিয়ার পুলিশ সুপার ও কুমারখালী থানা পুলিশকে অবহিত করলে সকালে কুমারখালী থানা পুলিশ ও ডিবি পুলিশ মূর্তিটি উদ্ধার করে। কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ জানান, দুধকুমড়া থেকে পরিত্যাক্ত বিষ্ণ মূর্তি উদ্ধার করা হয়েছে। পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হবে।
কৃতজ্ঞতাঃ এবিনিউজটোয়েন্টিফোর ডটকম

No comments:

Post a Comment