☯ কলিযুগের তিনপাদ অর্থাত্ চারভাগের তিন ভাগ অধর্ম ও একপাদ বা চারভাগের একভাগ মাত্র ধর্ম পালন করে.
☯ কলিযুগের আয়ুষ্কাল 100 বছর.
☯ মহারাজ পরীক্ষিতের সময় কলিযুগের শুরু হয়.
☯ ভাগবতে বলা আছে ছলনা মিথ্যা আলস্য নিদ্রা হিংসা দুঃখ শোক ভয় দীনতা প্রভৃতি হবে এযুগের বৈশিষ্ট.
☯ বিষ্ণু পুরাণ মতে কম ধনের অধিকারী হয়ে মানুষ এ যুগে বেশী গর্ব করবে .ধর্মের জন্য অর্থ খচর করবে না.
☯ ধর্মগ্রন্থের প্রতি মানুষের আর্কষন থাকবে না.
☯ মাতাপিতাকে মানবে না. পুত্র পিতৃহত্যা বা পিতা পুত্র হত্যা করতে কুন্ঠিত হবে না.
☯ কলিযুগের প্রধান গুন হচ্ছে মানুষ কম পরিশ্রমে বেশী পূণ্য অর্জন করবে.
☯ দান করাই হবে কলিযুগের শ্রেষ্ঠ ধর্ম.
☯ চৈতন্য মহাপ্রভুর মতে হরিনাম সংকীর্তনই হবে কলিযুগের একমাত্র ধর্ম.
☯ বিষ্ণু পুরাণ (6/1/8) এর মতে-
• মানুষ বৈদিক ক্রিয়া আচার সমূহ করবে না.
• ধর্মানুসারে কেউ বিবাহিত থাকবে না.
• স্ত্রীলোকরা কেবল চুলের বাহদুরী করেই নিজেকে সুন্দরী বলে মনে করবে.
• ধনহীন পতিকে স্ত্রীরা ত্যাগ করবে. আর ধনবান পুরুষরা সেই স্ত্রীগণের স্বামী হবে ..
• কলিযুগে ধর্মের জন্য ব্যয় না করে কেবল গৃহাদি নির্মাণে অর্থ ব্যয় করবে.
• মানুষ পরকালের চিন্তা না করে কেবল অর্থ উর্পাজনের চিন্তাতেই নিরন্তর নিমগ্ন থাকবে.
• কলিযুগে নারীরা সাধারনতঃ স্বেচ্ছাচারিণী ও বিলাস উপকরণে অতিশয় অনুরাগিণী হবে এবং পুরুষরা অন্যায়ভাবে অর্থ উপার্জন করতে অভিলাষী হবে.
• সুহ্বদদের প্রার্থনাতে মানুষ নিজের অনুমাত্র স্বার্থ পরিত্যাগ করবেনা.
• অসমর্থ মানুষরা ধনহীন হয়ে নিরন্তর দুর্ভিক্ষ ও ক্লেশ ভোগ করবে.
• কলিকালে মানুষ স্নান না করে ভোজন করবে.
• কলিকালে স্ত্রীলোকরা নিতান্তই লোভী হবে, বহু ভোজনশীল হবে.
• স্ত্রীরা দুহাতে মাথা চুলকাতে চুলকাতে অনায়াসে পতি আজ্ঞা অবহেলা করবে. নিজের দেহ পোষণে ব্যস্ত থাকবে, নিরন্তন কঠোর ও মিথ্যা বাক্য বলবে.
• আচারহীন ব্রাহ্মণপুত্ররা ব্রহ্মচারীর বেশ ধারন বেদ অধ্যয়ন করবে.
• গৃস্থরা হোমাদি করবেন না এবং উচিত দানসমূহও প্রদান করবেন.
• মানুষ অশাস্ত্রীয় তপস্যা করবে.
• কলি কালে 8 থেকে 10 বছরের বালকেরা সহবাসে 5 থেকে 7 বছর বয়সের বালিকারা সন্তান প্রসব করবে.
• মানুষ সর্বোচ্চ ২0 বছর বাঁচবে.
• কলিকালে মানুষের বুদ্ধি অতি অল্প, তাঁদের ইন্দ্রিয় প্রবৃত্তি অতিশয় কুত্ সিত, তাদের অন্তকরণ অতিশয় অপবিত্র হবে. আর অল্প কালেই বিনাশ লাভ করবে. •
• যখন পাষন্ড লোকের প্রভাব অত্যন্ত বাড়বে, তখন সমাজের ভালো লোক কোন দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থাকবে না. সজ্জনের হানি লক্ষিত হবে.
• অল্প বৃষ্টি হবে, কলিকালে ফসল কম হবে.
• কলিকালে মানুষ শ্বশুরের অনুগত হয়ে, কার মাতা কার পিতা এরকম কথা বলবে.
• সুন্দরী স্ত্রী যার তার সাথে বন্ধুত্ব হবে, নিজ ভাইয়ের সাথে শত্রুভাব পোষ
☯ কলিযুগের আয়ুষ্কাল 100 বছর.
☯ মহারাজ পরীক্ষিতের সময় কলিযুগের শুরু হয়.
☯ ভাগবতে বলা আছে ছলনা মিথ্যা আলস্য নিদ্রা হিংসা দুঃখ শোক ভয় দীনতা প্রভৃতি হবে এযুগের বৈশিষ্ট.
☯ বিষ্ণু পুরাণ মতে কম ধনের অধিকারী হয়ে মানুষ এ যুগে বেশী গর্ব করবে .ধর্মের জন্য অর্থ খচর করবে না.
☯ ধর্মগ্রন্থের প্রতি মানুষের আর্কষন থাকবে না.
☯ মাতাপিতাকে মানবে না. পুত্র পিতৃহত্যা বা পিতা পুত্র হত্যা করতে কুন্ঠিত হবে না.
☯ কলিযুগের প্রধান গুন হচ্ছে মানুষ কম পরিশ্রমে বেশী পূণ্য অর্জন করবে.
☯ দান করাই হবে কলিযুগের শ্রেষ্ঠ ধর্ম.
☯ চৈতন্য মহাপ্রভুর মতে হরিনাম সংকীর্তনই হবে কলিযুগের একমাত্র ধর্ম.
☯ বিষ্ণু পুরাণ (6/1/8) এর মতে-
• মানুষ বৈদিক ক্রিয়া আচার সমূহ করবে না.
• ধর্মানুসারে কেউ বিবাহিত থাকবে না.
• স্ত্রীলোকরা কেবল চুলের বাহদুরী করেই নিজেকে সুন্দরী বলে মনে করবে.
• ধনহীন পতিকে স্ত্রীরা ত্যাগ করবে. আর ধনবান পুরুষরা সেই স্ত্রীগণের স্বামী হবে ..
• কলিযুগে ধর্মের জন্য ব্যয় না করে কেবল গৃহাদি নির্মাণে অর্থ ব্যয় করবে.
• মানুষ পরকালের চিন্তা না করে কেবল অর্থ উর্পাজনের চিন্তাতেই নিরন্তর নিমগ্ন থাকবে.
• কলিযুগে নারীরা সাধারনতঃ স্বেচ্ছাচারিণী ও বিলাস উপকরণে অতিশয় অনুরাগিণী হবে এবং পুরুষরা অন্যায়ভাবে অর্থ উপার্জন করতে অভিলাষী হবে.
• সুহ্বদদের প্রার্থনাতে মানুষ নিজের অনুমাত্র স্বার্থ পরিত্যাগ করবেনা.
• অসমর্থ মানুষরা ধনহীন হয়ে নিরন্তর দুর্ভিক্ষ ও ক্লেশ ভোগ করবে.
• কলিকালে মানুষ স্নান না করে ভোজন করবে.
• কলিকালে স্ত্রীলোকরা নিতান্তই লোভী হবে, বহু ভোজনশীল হবে.
• স্ত্রীরা দুহাতে মাথা চুলকাতে চুলকাতে অনায়াসে পতি আজ্ঞা অবহেলা করবে. নিজের দেহ পোষণে ব্যস্ত থাকবে, নিরন্তন কঠোর ও মিথ্যা বাক্য বলবে.
• আচারহীন ব্রাহ্মণপুত্ররা ব্রহ্মচারীর বেশ ধারন বেদ অধ্যয়ন করবে.
• গৃস্থরা হোমাদি করবেন না এবং উচিত দানসমূহও প্রদান করবেন.
• মানুষ অশাস্ত্রীয় তপস্যা করবে.
• কলি কালে 8 থেকে 10 বছরের বালকেরা সহবাসে 5 থেকে 7 বছর বয়সের বালিকারা সন্তান প্রসব করবে.
• মানুষ সর্বোচ্চ ২0 বছর বাঁচবে.
• কলিকালে মানুষের বুদ্ধি অতি অল্প, তাঁদের ইন্দ্রিয় প্রবৃত্তি অতিশয় কুত্ সিত, তাদের অন্তকরণ অতিশয় অপবিত্র হবে. আর অল্প কালেই বিনাশ লাভ করবে. •
• যখন পাষন্ড লোকের প্রভাব অত্যন্ত বাড়বে, তখন সমাজের ভালো লোক কোন দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থাকবে না. সজ্জনের হানি লক্ষিত হবে.
• অল্প বৃষ্টি হবে, কলিকালে ফসল কম হবে.
• কলিকালে মানুষ শ্বশুরের অনুগত হয়ে, কার মাতা কার পিতা এরকম কথা বলবে.
• সুন্দরী স্ত্রী যার তার সাথে বন্ধুত্ব হবে, নিজ ভাইয়ের সাথে শত্রুভাব পোষ
No comments:
Post a Comment