Saturday, October 5, 2013

আচার্য ভরদ্বাজ: বিমান চালনা বিদ্যার পথ প্রদর্শক

আচার্য ভরদ্বাজ রচিত প্রধান গ্রন্থ (যন্র সর্বস্ব) "Yantra Sarvasva". উক্ত পুস্তকে তিনি বিস্ময়কর ও অমূল্য কিছু বিষয়ের বর্ণনা দিয়েছেন. তাঁর আবিষ্কারেগুলোর মধ্যে বিমান চালনা বিজ্ঞান, স্পেস বিজ্ঞান ও উড়ন্ত যন্র (বিমান) অন্যতম. তিনি 3 ধরনের শূন্যে উড়ন্ত যন্রের বর্ণনা দিয়েছেন-
1. পৃথিবীর একস্থান থেকে অন্যস্থানে বিচরণ যন্র
২. এক গ্রহ থেকে ভিন্ন গ্রহে গমনের যন্র
3. এক সৌরজগত থেকে ভিন্ন সৌরজগতে গমনের যন্র
তাঁর দেয়া বিমানের নকশা ও বর্ণনা বর্তমান বিজ্ঞানকে যেমন প্রভাবিত করেছে তেমনি তা বিমান চালনা বিদ্যায় একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার.
তিনি আরও যে বিষয়গুলো বর্ণনা করেছেন-
1. গভীরতর জ্ঞান: এই পদ্ধতিতে তিনি সূর্য ও বাতাসকে ব্যবহার করে অদৃশ্য গতিময় উড়ন্ত বিমানের কথা বলেছেন.
২. জীবনের জ্ঞান: এখানে তিনি শূন্যতায় অদৃশ্য যন্র্সকে ইলেক্ট্রিক ফোর্সের মাধ্যমেস দৃশ্যময় করার বর্ণনা দিয়েছেন.
3. আড়িপাতা: এস্থলে চলন্ত ভিন্ন বিমানের সাথে যোগাযোগের বিষয়ে আলোচনা করা হয়েছে.
4. দৃশ্যায়ন: এ অংশে ভরদ্বাজ ভিন্ন বিমানের গোপন চিত্রায়নের কথা বলেছেন.
উল্লেখ্য যে বেদ ও মহাভারতের যুগের কাহিনিকে আমরা যারা শুধু কল্পনা বলে উড়িয়ে দেই তা কতটুকু যৌক্তিক ভেবে দেখা জরুরী. বেদ ও অন্যান্য প্রাচীন গ্রন্থের নগর, যুদ্ধ, যন্র্র, শিল্পচেতনা নিশ্চয় সেই পুস্তক রচনারও বহু আগের ঘটনা. এবং সেধরনের উন্নত সভ্যতার বিকাশ আরও বহুবছরের সাধনা. হয়তো খণ্ডপ্রলয় বা সেইসমস্ত আবিষ্কারের ব্যবহারিক চেতনার চর্চাহীনতা আমাদের আজ পিছিয়ে দিচ্ছে. নমস্কার আচার্য ভরদ্বাজ!
ঋণস্বীকার: Snatan Vidyarthi সংসদ,

No comments:

Post a Comment