সনাতন ধর্মে ভগবানকে যারা একটি অবয়বে দেখেন তাঁরা সুধু মাত্র সনাতনের একটি দিকের সুন্দর অনুভব করেছেন মাত্র. বেদ মতে তিনি শক্তি ও নিরাকার, বেদ পরবর্তীতে তিনি ত্রিমূর্তি অর্থাৎ ব্রাহ্মা, বিস্নু ও মহেশ্বর. এর পর তিনি অবতার হিসাবে পৃথিবীতে ভগবান বিষ্ণুর অংশ নিয়ে এসেছেন অনেক বার. তাই ভগবান কে আপনি ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন অবস্থায় ও অবস্থানে খুঁজে পাবেন যার প্রতিটি অবয়বই সত্যি. আবার আপনি প্রতিটি জীবের মধ্যে ও তাঁর অস্তিত্ব খুঁজে পাবেন. তাই এক মুখি ধারণা আপনি ধারণ করে ভালো আছেন এটা খুব ভালো কিন্তু যারা ভিন্ন মতে ভগবানকে খুঁজে বেরান এবং উপাসনা করেন তাঁদের দয়া করে বাধা দিবেন না.
ঈশ্বর সকলের মঙ্গল করুন
গর্বের সাথে বলুন আমরা বৈদিক, আমার সনাতন, আমরা হিন্দু.
ঈশ্বর সকলের মঙ্গল করুন
গর্বের সাথে বলুন আমরা বৈদিক, আমার সনাতন, আমরা হিন্দু.
No comments:
Post a Comment