গোপী প্রেমকে বুঝেনা মানুষ, নাবুঝে বলে ইস কি বীভৎস !!! == প্রকৃত পক্ষে গোপী প্রেম কি? আমিত্ব ত্যাগ করে নিজের সর্ব সত্ত্বা ভগবানের নিকট সমর্পণ এই হলো গোপী প্রেম. এখানে শারীরিক সত্ত্বার কোন কিছুই নেয়. কিন্তু আমরা ভোগী আমরা কি করে বুঝবো ঐ স্বার্থ ত্যাগী গোপীদের কৃষ্ণ প্রেম কি?
শিক্ষক, বন্ধু ও গুনি বিবেকানন্দ গোপী প্রেম নিয়ে সমালোচনার বিরুদ্ধে বলেছেন "সাহেবরা (ইংরেজ) চায়না বলে গোপী প্রেম মিথ্যা হয়ে যাবে! ওরা চায়না বলে এক ঈশ্বর ছাড়া ঈশ্বরের ভিন্ন ভিন্ন রুপের অস্তিত্ব মিথ্যা হয়ে যাবে !!! আমরা যেন সাহেবদের চাওয়াকে প্রাধান্য দিতেই জন্ম নিয়েছি !!! "
গোপী প্রেমের মহানুভবতা বুঝতে পারলে সমাজের এই অস্থিরতা থাকতোনা. গোপীরা ছিলেন কি ছিলেন না? এর থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো শ্রী কৃষ্ণের সাথে তাঁদের প্রেমের সম্পর্ক আত্মাকেন্দ্রিক. কিছু পাবার প্রত্যাশায় নয় চিরন্তন সত্যকে অনুভব করে নিজের সমস্ত সত্ত্বা তাঁর পায়ে সমর্পণ করা এই হলো গোপী প্রেম.
অবুঝ, গাধা, মাথা মোটা, শরীর সর্বস্ব কিছু মাংস পিণ্ডের অস্তিত্ব নির্লজ্জের মত বলে "কৃষ্ণ করলে লীলাখেলা আমি করলে ঢং" ==== আমি তাঁদের বলি ওরে মাথা মোটা কুলাঙ্গার আগে নিজেকে চিনতে পারিস কিনা দেখ, নিজেকে না চিনতে পারলে শ্রী কৃষ্ণকে চিনবি কি করে? শ্রী কৃষ্ণের 1% গুন অর্জন করে যদি এই কথা বলতি তাও মনে করতাম কাজ একটা করেছিস অন্তত 1% গুন অর্জন করেছিস. নিজের মা ও বোন ছাড়া পৃথিবীর সব মেয়ে কে বিয়ে করা যায় এই ধারণা নিয়ে যারা বেঁচে আছে তাঁরা গোপী প্রেমের বুঝবে কি?
ঈশ্বর সকলের মঙ্গল করুন
গর্বের সাথে বলুন আমরা বৈদিক, আমরা সনাতনী আমারা হিন্দু.
No comments:
Post a Comment