অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থার উদ্যোগে নির্মিত 68 তম স্বামী নারায়ণ মন্দিরটি এখন পর্যটন আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হলিউডে. মন্দিরের স্থাপত্যে রয়েছে পরিবেশবান্ধব নকশা. মন্দির কর্তৃপক্ষের দাবি, গত হাজার বছরে এমন জটিল ও নিখুঁত নকশার স্থাপত্য আর কোথাও তৈরি হয়নি.
মন্দিরটি তৈরি করতে ব্যবহৃত হয়েছে 35 হাজার টুকরো ইতালিয়ান হ্যান্ড কার্ভড মার্বেলের টুকরো. সঙ্গে রয়েছে, গোলাপি রঙের ভারতীয় বেলেপাথর. সাদা টাইলসের উপর ব্যবহৃত হয়েছে 6600 টি হাতে গড়া মার্বেলের ছোট ছোট মূর্তি. মন্দিরটিকে ভারতীয় সংস্কৃতির অন্যতম কেন্দ্র হিসাবে গড়ে তুলতে ভারতীয় ঐতিহাসিক ও পৌরাণিক কাহিনিচিত্র খোদিত হয়েছে মন্দিরের দেওয়ালে. এমনকি ভূমিকম্পের হাত থেকে বাঁচাতে বিশেষ প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে মন্দির নির্মাণে.
মার্কিন নাগরিকদের কাছে ভারতীয় সংস্কৃতির অন্যতম সমৃদ্ধ দিকটিকে তুলে ধরতে তাঁরা সবরকম চেষ্টা করবেন বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ. মন্দির চত্বরটিকে বিশেষভাবে শান্তিপূর্ণ ও নীরব রাখার ব্যবস্থাও করা হয়েছে. মন্দির গর্ভে শোনানো হচ্ছে বৈদিক মন্ত্র. বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যেসব পর্যটক ঘুরতে আসেন আমেরিকায়, স্বাভাবিকভাবেই তাঁরা অবাক হচ্ছেন বিশালাকার এই মন্দিরটিকে দেখে.
No comments:
Post a Comment