Tuesday, October 21, 2014

কৃষ্ণই ভগবান। তবুও মন্দিরে রাধারাণী এবং সখীবৃন্দের উপাসনা হয় কেন?

শ্রীকৃষ্ণ ভগবান. রাধারাণী হচ্ছেন মূর্তিমতী ভক্তি. সখীবৃন্দ হচ্ছেন রাধারাণীর বিস্তার বা কায়ব্যূহ স্বরূপা. মূতিমতী ভক্তির মাধ্যমে পরমেশ্বর শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা সম্ভব হয়. শ্রীকৃষ্ণ বলেছেন যদি কেউ আমাকে জানতে চায় তবে তাকে অবশ্য ভক্তির আশ্রয়ে থাকতে হবে. ভক্ত্যা মাম অভিজানাতি. হরেকৃষ্ণ মহামন্ত্রে প্রথমেই 'হরে' কথাটি বলতে 'হে রাধারাণী' বা 'হে শ্রীকৃষ্ণের আনন্দদায়িনী' বা হরা শক্তিকে বোঝায়. অভিমানী ব্যক্তিরা আগে কৃষ্ণকে ভগবান মনে করে আর নিজেকেই ভক্ত মনে করে. কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু শিখিয়েছেন যাঁরা কৃষ্ণের সেবা করছেন সর্বক্ষণ সর্বভাবে তাঁদের দাসানুদাস হতে. তাই সেই নিত্য সেবাভাব পরিস্ফুট করবার জন্য শ্রীকৃষ্ণের চতুস্পার্শে তাঁর সেবাপরায়ণা শক্তি সমূহ বিরাজ করছেন. তাছাড়া কৃষ্ণ কখনও একাকী থাকতে চান না, সর্বদা তাঁর সঙ্গে কেউ না কেই থাকবেনই. অতএব সেইভাবে শ্রীকৃষ্ণ উপাসনাই পূর্ণ ও যথার্থ বলে স্বীকার্য.

No comments:

Post a Comment