Friday, August 28, 2015

কিছু অহিন্দু ভাই প্রশ্ন করেন.তোমরা কেউ ঠাকুর ঘরে ঢুকতে দেও, কেউ দেও না কেন?

উত্তর: - সবার বুধশক্তি এক না তাই এরকম হয় ............


* ঠাকুর ঘরে ঢুকতে দেওয়ার কারণঃ সনাতন ধর্মে ধর্মনিরপেক্ষ চেতনা দেওয়া হয়েছে. অনেক জ্ঞানী-গুনি ধর্ম নিরপেক্ষ চেতনা নিয়ে কৃষ্ণ নাম প্রচার করে গেছেন. ধর্ম নিরপেক্ষ চেতনার জন্যই কেউ কেউ ঠাকুর ঘরে ঢুকতে দেয়.


* ঠাকুর ঘরে ঢুকতে না দেওয়ার কারণঃ আপনি একটি দেশের নাগরিক তারপরও সব সুযোগ ভোগ করতে পারবেন না. যেমন - সেনানিবাসে তাদেরই ঢুকতে দেওয়া হয়, যারা প্রতি মুহুর্ত দেশের জন্য প্রাণ দিতে ইচ্ছুক তাদের ঢুকতে দেওয়া হয়. ঠিক তেমনি কিছু কিছু সনাতন প্রেমী লোক, ঠাকুরঘরে তাদেরই ঢুকতে দেন, যারা প্রতি মুহুর্ত ধর্মের জন্য প্রাণ দিতে ইচ্ছুক. আর নিজ ধর্মকে নিজ ধর্মের লোক ছাড়া আর কেউ ভালবাসতে পারে না.

No comments:

Post a Comment