1.সকালে ঘুম থেকে উঠে পূর্বমুখী হয়ে মাটি স্পর্শ করে বলুন---- ওঁ প্রিয়দত্তায়ৈ ভূম্যৈ নম :.
২.ঘরের দরজা খুলে পূর্বমুখী হয়ে সূর্য প্রণাম মন্ত্র: ------ ওঁ শ্রী সূর্যায় নমঃ.
3. স্নান করার সময় বলুন----------------------------- ওঁ গঙ্গে চ যমুনা চৈব গোদাবরি সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলেহস্মিন সন্নিধিং কুরু. "পরে"- ওঁ কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করিণী চ তীর্থান্যেতানি পুণ্যানি স্নানকালে ভবন্ত্বিহ.
4.গৃহ প্রবেশ মন্ত্র-------------------------------------------- ওঁ শ্রী বাস্তুপুরুষায় নমঃ.
5.খাবার আগে---------------------------------------------- ওঁ শ্রী জনার্দ্দনায় নমঃ.
6. ঘুমাবার আগে-------------------------------------------- ওঁ শ্রী পদ্মনাভায় নমঃ.
7.বিপদে পড়িলে -------------------------------------------- ওঁ শ্রী মধুসূদনায় নমঃ.
8.মলমূত্র ত্যাগের আগে-------------------------------------- আজ্ঞা কুরু বসুন্ধরা.
9.মৃত্যু সংবাদ শুনলে---------------------------------------- দিব্যান্ লোকান্ সগচ্ছতু.
10.জন্ম সংবাদ শুনলে--------------------------------------- আয়ুষ্মান ভব.
সনাতন ধর্মাবলম্বীকে তাঁর সকল কাজ শুরুর আগ ওঁ তৎ সৎ "'উচ্চারণ করে শুরু করা উচিত.
কৃষ্ণ "নাম স্মরণ করে ও এই কাজগুলো করতে পারেন.
কৃষ্ণ "নাম স্মরণ করে ও এই কাজগুলো করতে পারেন.
No comments:
Post a Comment