Sunday, October 4, 2015

মুসলমান কখনোই মুসলমানের ভাই নয়, বরং হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ, ইহুদি এরাই মুসলমানের ভাই

সিরিয়াতে চলছে যুদ্ধ!
প্রাণে বাঁচতে মা বাবার সাথে ইউরোপের পথে পা বাড়িয়েছিলো শিশুটি.অনিশ্চিত ভবিষ্যতে দিকে সমুদ্রে নৌকায় ভাসে ওরা! বাবার হাত থেকে পিছলে পড়ে যায় সাগরে! তুরষ্কের সমুদ্র তীরে বালিতে পাওয়া যায় শিশুটির লাশ !!!!


এখন প্রশ্ন হলো সিরিয়ার মত মুসলিম প্রধান ইসলামিক রাষ্ট্রে সারাজীবন আরবীয় ধর্ম, বোরকা পড়া, দাঁড়ি রাখা, নামাজ পড়া এগুলো পালন করা স্বত্তেও পাশের ধনী আরবীয় শেখ, আমিরদের রাষ্ট্র দুবাই, কুয়েত, সৌদি, কাতার থাকার পরও কেন আজীবন কাফের, মালাউন, নাসারা গালি দেয়া হিন্দু, খ্রিস্টান বা অমুসলিমদের রাষ্ট্রসমূহ কেবল বাঁচার জন্য পাড়ি দিতে হয় মুসলিমদের ??

মুসলিমদের প্রাণে বাঁচতে বা নিরাপদ আশ্রয়ের আশায় অমুসলিম রাষ্ট্রে যাওয়ার ইতিহাসটা নতুন নয় !!!

1971 সালেও পূর্ব পাকিস্তানের বহু মুসলিম প্রাণে বাঁচতে ভারতে আসে !! যেকারনে ওই সময় ত্রিপুরা এলাকার শরণার্থীর অধিকাংশই মুসলিম ছিলো! এছাড়াও সম্প্রতি মায়ানমারে থেকেও প্রাণে বাঁচতে হাজার হাজার মুসলিম ভারতে আশ্রয় নিচ্ছে!

সূত্রঃ http://www.sunday-guardian.com/.../burmese-muslim-refugees-in...

সিরিয়া, লিবিয়াসহ মধ্যপ্রাচ্যের লাখো মুসলিম প্রাণে বাঁচতে আজ খ্রিস্টানপ্রধান রাষ্ট্রসমূহে আশ্রয় নিচ্ছে !!!!!

একজন মুসলিম সবসময় চায় তার রাষ্ট্রটা ইসলামিক হোক, মুসলিমপ্রধান হোক !! সে লক্ষ্য সব সময় প্রত্যক্ষ বা পরোক্ষজিহাদ চালিয়ে যেতে থাকে !! কিন্তু রাষ্ট্রি মুসলিমপ্রধান হওয়ার সাথে সাথেই শুরু হয় চরম যুদ্ধ আর রক্তের হোলিখেলা !!!! এগুলো থেকে বাচঁতে পারে না মুসলিমরাও !! শুরু হয় গণহত্যা, মসজিদে মসজিদে, ঈদের নামাজে, স্কুলে, কলেজে, বাজারে আল্লাহু আকবর বলে শুরু হয় মানুষ হত্যা, বোমা হামলা !! উদ্দেশ্য ওরা জান্নাত যাবে !!
কিন্তু কেন মুসলিমপ্রধান রাষ্ট্রে যদি মুসলিমদেরই বাঁচার অধিকার না থাকে, বাঁচতে হলে অমুসলিমপ্রধান রাষ্ট্রে আশ্রয় নিতে হয় তবে কি লাভ ইসলামিক মুসলিমপ্রধান রাষ্ট্র কররে ????

সিরিয়ান মুসলিমদের কেন পাশের দুবাই, কুয়েত, সৌদির মত মুসলিম রাষ্ট্র রেখে ইউরোপের অমুসলিম রাষ্ট্রে পাড়ি দিয়ে হয় ??
কেন বিপদজনক ভাবে সাগরে ভাসতে হয় ?? কেন মারা যেতে হয় ?? কেন আজীবন আরব ধর্ম পালন করার পরও পাশের আরবের ধনী রাষ্ট্রে ওদের জায়গা হয় না ??

আজ পর্যন্ত একজন অভিবাসীকে সৌদি, দুবাই, কুয়েতের মত রাষ্ট্র জায়গা দেয় নি !! সৌদি, দুবাই, কুয়েত, কাতারের মত ধনী রাষ্ট্রগুলো আরামে জীবনযাপন করছে !! এদিকে পাশের সিরিয়া, লিবিয়ার মত রাষ্ট্রের মানুষেরা জীবন বাজি রেখে বাঁচার আশায় ইউরোপে পাড়ি দিচ্ছে !! বড় বিচিত্র এ আরব !!!!

বিঃদ্রঃ
এই লেখাটি পড়ে কারো আরবানুভূতিতে আঘাত লাগলে আমার কিছু করার নেই! কারণ শিশুটিকে দেখে আমার মানবানুভূতিতে লেগেছে !!

সংগৃহীত

No comments:

Post a Comment