এই প্রশ্নের উত্তর খুঁজতে হয়তো আপনাদের অনেক দিন লেগেছে বা বহু বছর লেগেছে, আপনারা বিখ্যাত স্বামী যোগানন্দের ভগবদগীতা থেকে এই উত্তর পেতে পারেন. ব্যাপারটি এমন যে ____
আমাদের দেহটি হল একটি রথ যারউপর আত্মারূপী আমরা আসীন, আর আমাদের জীবনটি একটি যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রের মতই. আর আমাদের কামনা, বাসনাদি রিপু গুলো হল এই রথের চালক অশ্বগুলো. আমাদেরকে এই অশ্বসদৃশ রিপু গুলোকে নিয়ন্ত্রণ করতে হবে. আর এই কাজে আমাদের পথ প্রদর্শক হবেন স্বয়ং ভগবান শ্রী কৃষ্ণ. কিন্তু তার জন্য রথের সারথি রূপে অর্জুন যেমন শ্রী কৃষ্ণকে প্রার্থনা করেছেন তেমনি আমাদেরও তাকে ডাকতে হবে. এই জন্যই আমরা বলি-
.
হরে কৃষ্ণ. অর্থাৎ, হে কৃষ্ণ এসো, আমাদের রথের হাল ধর. আমাদের পথ দেখাও. নচেৎ, আমাদের রথ এই জীবন রুপী যুদ্ধক্ষেত্রে পথভ্রষ্ট হয়ে, আমাদের পতনের কারণ হবে. "" "" "
.
এই অত্যন্ত গুঢ় কথা গুলোর সাথে আমি একমত. তবে এগুলো আমার কথা নয়. এগুলো সর্বকালের শ্রেষ্ঠ্য জনপ্রিয় ব্যান্ড দ্যা বিটল্সের (দ্য বিট্লস) শিল্পী ব্রিটেনের সর্বোচ্চ সংগীত খেতাব এমইবি অর্জনকারী ও সনাতন ধর্মে দীক্ষিত # জর্জ হ্যারিসন-এর কথা.
আমাদের দেহটি হল একটি রথ যারউপর আত্মারূপী আমরা আসীন, আর আমাদের জীবনটি একটি যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রের মতই. আর আমাদের কামনা, বাসনাদি রিপু গুলো হল এই রথের চালক অশ্বগুলো. আমাদেরকে এই অশ্বসদৃশ রিপু গুলোকে নিয়ন্ত্রণ করতে হবে. আর এই কাজে আমাদের পথ প্রদর্শক হবেন স্বয়ং ভগবান শ্রী কৃষ্ণ. কিন্তু তার জন্য রথের সারথি রূপে অর্জুন যেমন শ্রী কৃষ্ণকে প্রার্থনা করেছেন তেমনি আমাদেরও তাকে ডাকতে হবে. এই জন্যই আমরা বলি-
.
হরে কৃষ্ণ. অর্থাৎ, হে কৃষ্ণ এসো, আমাদের রথের হাল ধর. আমাদের পথ দেখাও. নচেৎ, আমাদের রথ এই জীবন রুপী যুদ্ধক্ষেত্রে পথভ্রষ্ট হয়ে, আমাদের পতনের কারণ হবে. "" "" "
.
এই অত্যন্ত গুঢ় কথা গুলোর সাথে আমি একমত. তবে এগুলো আমার কথা নয়. এগুলো সর্বকালের শ্রেষ্ঠ্য জনপ্রিয় ব্যান্ড দ্যা বিটল্সের (দ্য বিট্লস) শিল্পী ব্রিটেনের সর্বোচ্চ সংগীত খেতাব এমইবি অর্জনকারী ও সনাতন ধর্মে দীক্ষিত # জর্জ হ্যারিসন-এর কথা.
No comments:
Post a Comment