Wednesday, March 15, 2017

ত্রিতাপ ক্লেশের সমাধান

পরমেশ্বর ভগবান শ্ৰীকৃষ্ণের নাম কীৰ্তনের প্রভাবে জীবের সকল দুঃখ, ত্রিতাপ ক্লেশ দুর হয়. আগে আমরা জানি ত্রিতাপ দুঃখ কি, যেমনঃ

1) আধিভৌতিক ক্লেশঃ অন্য কোন জীব হতে প্ৰাপ্ত দুঃখ- যেমন, মশার কামড়, সাপের কামড়, ডাকাতের বা সন্ত্ৰাসির ভয়, আত্মীয় - স্বজনের নিকট থেকে কষ্ট পাওয়া;

২) আধিদৈবিক ক্লেশঃ প্ৰকৃতিজাত দুঃখ- যেমন, বন্যা, খরা, দুৰ্ভিক্ষ, ভূমিকম্প, ঘুৰ্নিঝড় ও দুর্ঘটনা. একবার রোম সাম্রাজ্যের পম্পাই নগরীতে সংঘটিত এক অগ্নুৎপাতে প্ৰায় ২0,000 লোক ২0 ফুট লাভার নিচে নিমজ্জিত হয়, মাত্ৰ কয়েক মুহুর্তের জলোচচ্ছাসে 3,80,000 লোক প্ৰাণ হারায়;

3) আধ্যাত্মিক ক্লেশঃ দেহ ও মণ থেকে প্ৰাপ্ত দুঃখ, দেহ ও মণ অসংখ্য দুঃখের জন্ম দেয়. বিশ্ব স্বাস্থ সংস্থার জরিপ অনুসারে ২000 সালে আমেরিকার 1 কোটি 90 লক্ষ যুবক মানসিক রোগে আক্ৰান্ত হয়, দৈনিক 1২00 যুবক আত্ম হত্যার চেষ্টা করে এবং তাদের এক দশমাংশ মৃত্যুর কোলে ঢলে পরে. বৃদ্ধকালে ক্ষয়শীল জীর্নদেহ বিভিন্ন ক্লেশের জন্ম দেয়.

🌼ভগবান শ্রীকৃষ্ণ জন্ম, মৃত্য, জরা ও ব্যাধি সম্পন্ন এই,
জড়-জগতটাকে 'অশ্বাশতদুঃখালয়ম' দুঃখের সাগর বলেছেন.
অন্ধকুপ, সংসার দাবানলের সঙ্গে তুলনা করেছেন;
ভবসমুদ্রের সঙ্গে তুলনা করেছেন.

বনের দাবানল যেমন কেউ জ্বালিয়ে দেয় না, বাশে বাশে পরম্পর ঘৰ্ষনের ফলে আগুণ জুলে উঠে, তেমনি জীবের সংসার জ্বালাও দুর্বাসনার ঘাত প্ৰতিঘাতে হৃদয়ে জুলে উঠে.
মায়াবদ্ধ জীব ত্ৰিতাপ জ্বালায় দগ্ধীভূত হলেও কোন প্ৰতিকারের মাধ্যমে সে নিজে থেকে মুক্তি লাভ করতে পারে না.

প্রতিকার হল, মেঘের ভারী বৰ্ষন ছাড়া ভীষন দ্বাবানল যেমন নিবৃত্ত হয় না,
তেমনি গুরদেবের কৃপারুপ বারি ও নামসংকীৰ্তন রুপ মেঘের বৰ্ষন ছাড়া ত্ৰিতাপ দুঃখ নিবৃত্ত হবে না.

🌼সংসারে জীবকে আবদ্ধ করার মায়াদেবীর অস্ত্র হচ্ছে -

অবিদ্যা - মিথ্যাজ্ঞান বা অনিত্য বস্তুকে নিত্য বলে মনে করা;
অস্মিতা - মিথ্য অহংকার, আমি ও আমার করা;
রাগ - জড় সুখ লাভ ও বেশী পাওয়ার আশা.
যখন জীব তার পুর্ব জনমের সুকৃতি, সাধুসঙ্গের দ্বারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নামের ছায়াতলে আশ্রয় নেয় তখন মায়াদেবী সেই সন্তানকে ত্রিতাপ দুঃখ কষ্ট থেকে মুক্ত করে তার পরম পিতার আলয় ভগবদ্বামে পৌছে দেয়.
যেমন, তিনি বৃন্দাবনের গোপীদের বাঞ্ছাপুর্ন করেছিলেন .. হরেকৃষ্ণ ..

No comments:

Post a Comment