"শ্রীশ্রী হরিভক্তিসুধোদয় গ্রন্থে উল্লেখ
রয়েছে--
বহুধোত্সার্যতে হর্ষাত্ বিষ্ণুভক্তস্য নৃত্যতঃ.
পদ্ভ্যাং ভূমোর্দিশোহক্ষিভ্যাং দোর্ভ্যাং বামঙ্গলং দিবঃ ..
'ভগবদভক্ত যখন উত্ফুল্ল হয়ে নৃত্য করেন তখন তাঁর
চরণ দ্বারা ধরণীর অমঙ্গল নষ্ট হয়. '' (হঃ ভঃ বিঃ 8/128)
আবার, শ্রীদ্বারকা মাহাত্ম্য শাস্ত্রে বলা হয়েছে ---
যো নৃত্যতি প্রহৃষ্টাত্মা ভাবৈর্বহুসুভক্তিতঃ.
স নির্দহতি পাপানি জন্মন্তরশতেষুপি ..
'' যিনি প্রফুল্ল মনে পরম ভক্তি সহকারে সযত্নে সমধিক
নৃত্য করেন, তাঁর শত শত জন্মের পাতক ভস্মীভূত হয় ..
No comments:
Post a Comment