Friday, March 24, 2017

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর যা জানা অতীব জরুরী

প্রশ্ন- জীবনের উদ্দেশ্য কি?
উত্তর: জীবনের উদ্দেশ্য হচ্ছে সেই চেতনাকে জাগ্রত করা - যেটা জন্ম এবং মৃত্যুর বন্ধন থেকে মুক্ত আছে. সেটাকে জানাই হচ্ছে মোক্ষ ..
প্রশ্ন- জন্ম আর মৃত্যুর বন্ধন থেকে মুক্ত কে?
উত্তর: যিনি স্বয়ং নিজে ঐ আত্মাকে জেনে ফেলেছেন, তিনিই জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন ..
প্রশ্ন - সংসারে দুঃখ কেন আছে?
উত্তর: লোভ, স্বার্থ আর ভয়ই সংসারে দুঃখের মুখ্য কারন ..
প্রশ্ন - ঈশ্বর কি দুঃখের রচনা করেছেন?
উত্তর: ঈশ্বর সংসার রচনা করেছেন আর মনুষ্য নিজের বিচার আর কর্মের দ্বারাই দুঃখ আর সুখের রচনা করেছেন ..
প্রশ্ন -ঈশ্বর কি আছেন? কে উনি?
উত্তর: কারন ছাড়া কার্য হয় না. এই সংসার ঐ কারনেরই অস্তিত্বের প্রমান. তুমি আছো আর সেইজন্যই তিনিও আছেন. ঐ মহান কারনেকেই আধ্যাত্মের ভাষায় 'ঈশ্বর' বলা হয়ে থাকে ..
প্রশ্ন - এই জগতে সবচেয়ে বড় আশ্চর্য কি?
উত্তর: রোজ হাজারো লোকের মৃত্যু হচ্ছে এবং এটা সবাই দেখছে, তথাপি সবাই অনন্তকাল পর্যন্ত বেঁচে থাকার ইচ্ছা প্রকাশ করে - এরচেয়ে বড় আশ্চর্যের আর কি হতে পারে ..
প্রশ্ন - ভাগ্য কি?
উত্তর: প্রত্যেক ক্রিয়া, প্রত্যেক কার্যের ই একটি পরিনাম থাকে. পরিনাম ভালও হতে পারে আবার খারাপও হতে পারে. এই পরিনামই হচ্ছে ভাগ্য তথা আজকের প্রযত্নই কালকের ভাগ্য ..
প্রশ্ন - কোন জিনিষকে হারিয়ে মানুষ ধনী হতে পারে?
উত্তর: লোভ ..
প্রশ্ন - জীবনে সুখী থাকার উপায় কি?
উত্তর: ভাল স্বভাব ..
প্রশ্ন - কোন জিনিষ হারিয়ে গেলে দুঃখ হয় না?
উত্তর: ক্রোধ ..
প্রশ্ন - ধর্ম ছাড়া এই সংসারে আরেকটি মূল্যবান জিনিষ কি?
উত্তর: দয়া ..
প্রশ্ন - কোন জিনিষ অপরকে দেওয়া উচিৎ নয়?
উত্তর: কষ্ট ও বিশ্বাসঘাতকতা ..
প্রশ্ন - কোন জিনিষ জীবকে সবকিছু করতে বাধ্য করায়?
উত্তর: নিরুপায় বা মজবুরি ..
প্রশ্ন - এই দুনিয়ার সবচেয়ে অপরাজিত জিনিষ কোনটি?
উত্তর: সত্য ..
প্রশ্ন - সবচেয়ে তৃপ্তিদায়ক কার্য কোনটি?
উত্তর: পরোপকার ..
প্রশ্ন - দুনিয়ার সবচেয়ে স্বর্গীয় স্বপ্ন কি?
উত্তর: জীবের বেঁচে থাকার স্বপ্ন ..
প্রশ্ন - দুনিয়ার সবচেয়ে অপরিবর্তনীয় জিনিষ কোনটি?
উত্তর: মৃত্যু ..
প্রশ্ন - কোন জিনিষ জীব স্বয়ং বুঝতে পারেনা?
উত্তর: নিজের মুর্খতা ..
প্রশ্ন - দুনিয়ার কোন জিনিষ কখনো নষ্ট হয় না?
উত্তর: আত্মা ও জ্ঞান ..
প্রশ্ন- দুনিয়ার কোন জিনিষ কখনো থেমে থাকেনা?
উত্তর: সময় ..

No comments:

Post a Comment