Saturday, June 17, 2017

আগের নাম মেহবুব আলী, বর্তমান নাম মাহেন্দ্র পাল আচার্য

আগের নাম মেহবুব আলী, বর্তমান নাম মাহেন্দ্র পাল আচার্য। পেশায় ছিলেন বারি মসজিদের ইমাম। ১৯৮৩ সালে তিনি সনাতন ধর্ম গ্রহণ করেন। পরে ২২ হাজার মুসলিমকে হিন্দু বানিয়েছেন। তিনি জাকির ভিলেন কে ৫বার তর্কে আহব্বান করলে জাকির ভয়ে তা প্রত্যাখ্যান করে। বর্তমানে তিনি ৩০ বছর ধরে বেদ প্রচার করছেন। 
সবাই প্রভুজীর জন্য আশির্বাদ করবেন যাতে বেশি বেশি উগ্র মুসলিমকে সনাতন ধর্মে দিক্ষা দিয়ে মানুষ করতে পারেন।



No comments:

Post a Comment