Sunday, September 29, 2013

সনাতন ধর্ম হচ্ছে মায়ের মত



ধর্ম হচ্ছে মায়ের মত । প্রত্যেকের কাছে তার নিজের ধর্ম শ্রেষ্ঠ , যেমন তার মা শ্রেষ্ঠ । মা তার সন্তানকে পৃথিবীর সকল মাকে শ্রদ্ধা করতে শেখায় , তাই বলে তার সন্তান অপরের মাকে শ্রেষ্ঠ হিসেবে বলে না ।
কেন আমাদের ধর্ম শ্রেষ্ঠ ?
আমরা সনাতন ধর্মাবলম্বীরা শুধু মাত্র আমাদের কল্যাণ , আমাদের নিরাময় , আমাদের রোগমুক্তি চাই না । আমরা সমস্ত পৃথিবীর শান্তি মঙ্গল চাই। আমরা চাই পৃথিবীর সকলের আধ্মাতিক , আধিভৌতিক , আদিদৈবিক শান্তি বর্ষিত হোক ।
এই জন্য ই আমাদের ধর্ম বিশেষ কোন জাতি বিশেষ , কোন ধর্ম বিশেষ ,কোন স্থান বিশেষের নয় । আমাদের ধর্ম সব মানুষের জন্য ।
আমাদের ধর্ম ছাড়া অন্য কোন ধর্মে সমস্ত পৃথিবীর মঙ্গল কামনা করা হয় না । কোন কোন ধর্মে শুধু মাত্র সেই ধর্মাবলম্বী মানুষদের জন্য রেয়েছে আশীর্বাদ , বাকি সমস্ত দের জন্য নরকের শাস্তি ।
কিন্তু আমরা দেখুন কি বলি? ।
এবার বলুন মানবতার ধর্ম কোনটা ?

ওম
সর্বেসাম স্বস্তি ভবতু ।
সর্বেসাম শান্তিঃ ভবতু ।
সর্বেসাম পূর্ণম ভবতু ।
সর্বেসাম মঙ্গলম ভবতু ।
সর্বে ভবতু সুখীনাঃ ।
সর্বে সান্তু নিরামায়ঃ ।
সর্বে ভদ্রানি পশ্যন্তু ।
মা কসচিদ দুঃখ- ভাগবেত ।
ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ

No comments:

Post a Comment