Tuesday, October 15, 2013

শ্রীকৃষ্ণ চরিত্র

আজকাল যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে কুৎসা রটনা ও অশ্লীল ভাষায় গালাগাল করা "মৌলবাদী" নাস্তিক ও "আ" স্তিকদের ফ্যাশন হয়ে দাড়িয়েছে, কতকক্ষেত্রে তো ইহা ধূর্ত নাস্তিক ও "আ" স্তিকদের পেশা হিসেবে বিবেচিত হয়ে দাড়িয়েছে. ঘটনা এমন যে যোগেশ্বরকে নিয়ে গালাগাল না করলে নাস্তিকতার 'সার্টিফিকেট' ই পাওয়া দুর্লভ হয়ে পড়ে.
তাদের অজ্ঞতার মূল কারণ তারা শ্রীকৃষ্ণের চরিত্রের মূল পাঠ মহাভারত থেকে গ্রহণ করেনি, তারা শ্রীকৃষ্ণের চরিত্র শিক্ষা নেয় কানকথা শুনে শুনে এবং সেসব বই থেকে যেসব (কু) গ্রন্থের লেখকগণ শ্রীকৃষ্ণের সময়ে জন্মই নেননি.
তার ফলাফল আমরা হাতেনাতে দেখতে পাচ্ছি.
তাই সকল হিন্দু ভাইবোনদের অনুরোধ করব সেসব ধূর্ত নাস্তিকদের জবাব দেয়ার জন্য আপনারা অন্তত মর্যাদা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের আদর্শ চরিত্র সম্পর্কে অবগত হোন. আর বাংলা ভাষায় শ্রীকৃষ্ণ সম্পর্কে জানার অদ্বিতীয় উপায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখিত "কৃষ্ণ চরিত্র" নামক অপূর্ব পুস্তকখানি.
বইটি ডাউনলোড করতে পারেন এখান থেকে: http://agniveerinbanla.com/%E0%A6%95_%E0%A6%B7_%E0%A6%A3%E0%A6%9A%E0%A6%B0_%E0%A6% A4_% E0% A6% B0.pdf
বইটির অনলাইন লিংক: http://www.bankim.rachanabali.nltr.org/node/1146?subcatid=7&catId=2

No comments:

Post a Comment