Saturday, December 21, 2013

বিভিন্ন ধর্মে পুনর্জন্ম

খ্রীস্টান ধর্ম: যীশু তার শিষ্যদের জিজ্ঞাসা করল, ‘লোকেরা আমি কে তা বিষয়ে কি বলে? এবং তাঁরা উত্তর দিল, ‘জন দ্যা ব্যাপটিস্ট; কিন্তু অন্যরা বলল, এলজি; এবং অন্যরা বলল যে প্রাচীন নবীদের অন্যতম একজন (risen) হয়েছে। (luke 9. 18-19) যীশু তার অনুসারীদের আর বলল যে, নবী এলজি জন দ্যা ব্যাপটিস্ট হয়ে পুনর্জন্ম ঘটেছিল। (matthew 17. 9-13, 11.11-15) এমনকি একসময়ের সর্বশ্রেষ্ট ধর্মযাজক সেন্ট জাস্টিন মার্টার(১০০-১৬৫a.d) পুনর্জন্মের সত্যতা স্বীকার করেন।
ইহুদি ধর্ম (Judaism): জীউস ইতিহাসবিদ ফ্লাবিয়াস জোসেফাস (৩৭-১০০) লিখেছিলেন এমেন্সেরা এবং ফারসিরা উভয়ই পুনর্জন্ম বিশ্বাস করতেন।
কাবালিস্টরাও পুনর্জন্ম বিশ্বাস করতেন, যোহারদ এক কাবালিক গ্রন্থে পুনর্জন্ম বিষয়ে বিস্তারিত বর্ণনা দেয়া আছে।
ড্রীউজ ধর্ম (drute): লেবানন, প্যালেস্টাইন ,ইসরাইল অন্তর্ভুক্ত এবং সিরিয়ার ড্রীউজ সম্প্রদায়ে পুনর্জন্মের বিশ্বাস বিস্তৃতভাবে প্রচলিত রয়েছে।
সনাতন ধর্ম: সনাতন ধর্মে ভরত মহারাজের কাহিনীসহ শ্রীমদ্ভগবদগীতায় পুনর্জন্ম বিষয়ক বিভিন্ন তথ্য দেয়া রয়েছে।

বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনই এই জড় জগতে জীব এক শরীর থেকে অন্য শরীরে তার জীবনের বিভিন্ন ধারনাগুলি নিয়ে যায়। (গীতা ১৫/৮) এছাড়াও শ্রীমদ্ভগবদগিতার ২য় অধ্যায়ের ১৩-৩০নং শ্লোকে পুনর্জন্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। শ্রীমদ্ভাগবতে বর্ণিত আছে ভরত মহারাজ পরপর তিনবার পুনর্জন্ম নেন। রাজা হিসেবে, হরিণ হিসেবে,আবার মানব হিসেবে। (স্কন্দ ৫, অধ্যায়-৮)
রেড ইন্ডিয়ানরা পুনর্জন্ম বিশ্বাস করে। পুনর্জন্ম বিশ্বাস করত মিশরের ফারাওরাও। গ্রীসের পলিথিয়েস্কিরা, বোম সহ টাওইজম এবং জোরাস্ট্রিয়ানইজম এই বিশ্বাস প্রচলিত রয়েছে।
তথ্য সূত্র : ব্যাক টু গডহেড ম্যাগাজিন

No comments:

Post a Comment