শ্রীল প্রভুপাদঃ প্রথমত ধর্ম মানে হচ্ছে ভগবানকে জানা এবং তাঁকে ভালবাসা. সেটিই হচ্ছে ধর্ম. আধুনিক যুগে, যথার্থ শিক্ষার অভাবে কেউই ভগবানকে জানে না, আর তাঁকে ভালবাসার তো কোন কথাই ওঠে না. মানুষ কেবল ভগবানের কাছে প্রার্থনা করছে, "হে ভগবান, আমাকে আমার প্রতিদিনের খাবারটা জুগিয়ে দাও." শ্রীমদ্ভাগবতে একে বলা হয়েছে "কৈতব ধর্ম" বা ছল ধর্ম; কেননা এর উদ্দেশ্য ভগবানকে জানা এবং এবং তাঁকে ভালবাসা নয়, পক্ষান্তরে কতকগুলি ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করা. অর্থাৎ, আমি যদি দাবী করি যে আমি কোন ধর্ম অনুসরণ করছি, কিন্তু আমি জানি না ভগবান কে এবং কিভাবে তাঁকে ভালবাসতে হয়, তাহলে আমি একটা কপট ধর্মের অনুশীলন করছি. বিভিন্ন ধর্মে ভগবানকে জানার প্রচুর সুযোগ রয়েছে, কিন্তু কেউই সেই সুযোগ গ্রহণ করছে না. যেমন বাইবেলে নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু খ্রিষ্টানেরা পৃথিবীর সবচাইতে জঘন্য কসাই খানাগুলি তৈরি করেছে, (না তুমি কাউকে হত্যা করবে) "তুমি হত্যা করো না". তারা যদি যিশুখ্রিস্টের নির্দেশ অমান্য করে, তাহলে তারা কিভাবে ভগবত-চেতনা লাভ করবে? আর এটা কেবল খ্রিস্টান ধর্মেই হচ্ছে না, প্রতিটি ধর্মেই হচ্ছে. 'হিন্দু' 'মুসলমান', খ্রিস্টান এগুলি হল কতকগুলি ছাপ. এরা কেউই জানে না ভগবান কে এবং কিভাবে তাঁকে ভালবাসতে হয়.
This website all content is collected from trusted information. This site is update information Every day and if possible every hour. So stay with us. There some of information collect from old book and some of new book and magazine. So any one can take this site content and information for debating and personal life. Only god can change your life, so pray to GOD and say only "HORE KRISHNA"
Category
- প্রশ্ন-উত্তর (103)
- ধর্মের আলোকে বিজ্ঞান (25)
- ইসলামের গুরুত্বপূর্ণ অজানা তথ্য (23)
- শ্রী রাধা-কৃষ্ণ (21)
- পূজা অর্চনা (20)
- কর্তব্য (19)
- Video Song (17)
- দেবতা ও দেবী (8)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment