Monday, September 28, 2015

প্রাচীন আরবের কবিতায় বেদের বর্ণনা

আরবি মানে আজ বিশ্বের মানুষ বুঝে ইসলামের ভাষা। আসলেই ইসলামের সর্বোচ্চ ধর্মগ্রন্থ কোরআন শরীফ আরবি ভাষায় রচিত। কিন্তু আপনি কি জানেন ইসলাম-পূর্ব আরবে আরবি কবিতা বেদসংহিতার স্তুতি করছে।

এখানে একটি কবিতা দেয়া হল আরবি কবি লাবি-বিন-ই-আখতাব-বিন-ই-তুরফার যিনি ইসলাম-পূর্ব আরবে বাস করতেন।

“Aya muwarekal araj yushaiya noha minar HIND-e Wa aradakallaha

manyonaifail jikaratun”

“Oh the divine land of HIND (India) (how) very blessed art thou!

Because thou art the chosen of God blessed with knowledge”

” হে হিন্দের (ভারত) পবিত্র ভূমি পরম আশীর্বাদ প্রাপ্ত

কারন ঈশ্বরের দ্বারা নির্বাচিত,জ্ঞানদারা আশীর্বাদ প্রাপ্ত ”

“Wahalatijali Yatun ainana sahabi akha-atun jikra Wahajayhi

yonajjalur -rasu minal HINDATUN “

“That celestial knowledge which like four lighthouses shone in such

brilliance – through the (utterances of) Indian sages in fourfold

abundance.”

” সেই স্বর্গীয় জ্ঞান যেটি চারটি বাতিঘরের মত মহিমায় দীপ্ত- ভারতীয় ঋষিদের দ্বারা অজস্রবার উচ্চারিত ”

“Yakuloonallaha ya ahal araf alameen kullahum Fattabe-u jikaratul

VEDA bukkun malam yonajjaylatun”

“God enjoins on all humans, follow with hands down The path the

Vedas with his divine precept lay down.”

” ঈশ্বর সমগ্র মানবজাতিকে নির্দেশ দিয়েছেন, বেদের পথ অনুসরণ করতে তার স্বর্গীয় নির্দেশাবলী সহ। ”

“Wahowa alamus SAMA wal YAJUR minallahay Tanajeelan Fa-enoma

ya akhigo mutiabay-an Yobassheriyona jatun”

“Bursting with (Divine) knowledge are SAM &YAJUR bestowed on

creation, Hence brothers respect and follow the Vedas, guides to

salvation”

” জ্ঞানের বিস্ফোরণে সাম এবং যজুর সৃষ্টির উপর অবতীর্ণ, তাই ভাইরা বেদকে সম্মান করে এবং অনুসরণ করেন এবং মুক্তির পথ দেখান।  ”

“Wa-isa nain huma RIG ATHAR nasayhin Ka-a-Khuwatun Wa asant

Ala-udan wabowa masha -e-ratun”

“Two others, the Rig and Athar teach us fraternity, Sheltering under

their lustre dispels darkness till eternity”

” বাকি দুই, ঋগ এবং অথর্ব আমাদের শিক্ষা দেয় ঐক্য, তাদের জ্যোতির নিচে আশ্রয় দেয় এবং অনন্তকাল পর্যন্ত অন্ধকার দূরীভূত করে। ”

এই কবিতাটি লাবি-বিন-ই-আখতাব-বিন-ই-তুরফার রচিত। তিনি আরবে থাকতেন ১৮৫০ খৃস্টপূর্বে । এটা ছিল মহানবীর জন্মের ২৩০০ বছর আগে।

এটা সার-উল-অকুলে পাওয়া গিয়েছে। ১৭৪২ সালে অটোম্যান তুর্কি রাজা সুলতান সালিমের আদেশে সংকলন করা হয়।

No comments:

Post a Comment