হোলির অনুষ্ঠান. আর সেখানে হাজির পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ. আর পাক প্রধানমন্ত্রীর সামনে একেবারে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে বসলেন এক তরুণী.
ঘটনাস্থল, পাকিস্তানের করাচি. আর সেখানেই গত 15 মার্চ ছিল হোলির অনুষ্ঠান. আর সেই অনুষ্ঠানে গড়গড়িয়ে গায়ত্রী মন্ত্র পড়তে শোনা যায় নারদা মালিনী নামে এক তরুণীকে.
পাকিস্তানের মত রাজ্যে হিন্দু সংখ্যালঘুদের অনুষ্ঠানে হাজির হয়ে গায়ত্রী মন্ত্র কেমন লাগল, সে বিষয়ে কোনও মন্তব্য অবশ্য নওয়াজ শরিফ করেননি,
এদিকে, ভুবনেশ্বরে এক মুসলিম কিশোরী গীতা পাঠ করে সেরার শিরোপা অর্জন করে নিয়েছে. গত সপ্তাহে কেন্দ্রপাড়ার একটি মন্দির গীতার শ্লোক পাঠের একটি প্রতিযোগিতার আয়োজন করে. ফিরদৌস নাম লিখিয়েছিল সাব জুনিয়র গ্রুপে. এক মুসলিম শিশু যেহেতু এরকম একটি প্রতিযোগিতায় নাম লিখিয়েছে, তার জন্য কড়ানিরাপত্তার ব্যবস্থা করা হয়.
প্রতিযোগিতার বিচারক অক্ষয় পানি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ওই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ফিরদৌসের পরিবারের কাছ থেকে লিখিত অনুমতি নেওয়া হয়েছিল. তিনি আরও জানিয়েছেন, যে ভাবে ফিরদৌসের অভিভাবক তাদের মেয়েকে সমর্থন করেছে তাতেও আমি অবাক.
যদিও, মেয়ের সাফল্যে ফিদৌসের মা আরিফা সংবাবাদ মাধ্যমে জানিয়েছেন, মেয়ের সাফল্যে তিনি খুশি. এর জন্য পুরো কৃতিত্ব অবশ্য ফিরদৌসের স্কুলের বলেও জানিয়েছেন আরিফা.
No comments:
Post a Comment