Wednesday, March 15, 2017

পরমেশ্বর ভগবানের জন্ম-মৃত্যু নেই ,শ্রীকৃষ্ণের জন্ম-মৃত্যু লীলার তাৎপর্য কি ?ব্যাধের শরাঘাতে তার মৃত্যু হল কেন ?

★ভগবান তার ভক্তের প্রতিশ্রুতি, ভক্তের
মর্যাদা রক্ষা করবার উদ্দেশ্যে বিচিত্র অপ্রাকৃত লীলাবিলাস করে থাকেন। বহু জন্ম কঠোর তপস্যা করে ভগবানকে পুত্ররূপে লাভ করার বাসনা পূরণ করতে শ্রীকৃষ্ণ দেবকীয় গর্ভে জন্মলীলা প্রকাশ করলেন।
★শাম্ব ইত্যাদি কৃষ্ণের বংশধরদের মুনিঋষিগণ একবার অভিশাপ দিয়েছিলেন লৌহমুসল দ্বারা যদুবংশ ধ্বংস হবে। সেই অভিশাপ সত্য করার জন্য কৃষ্ণ যেহেতু মহাত্মা যদুর বংশে আর্বিভূত হয়েছিলেন তাই তিনিও
★সেই লৌহ অংশ দ্বারা নির্মিত বাণের আঘাতে মৃত্যু স্বীকার করেছিলেন। আর ব্যাধটি ছিল পূর্বকালে বালীপুত্র অঙ্গদ। রামের বাণের আঘাতে বাণী বধ হলেও অঙ্গদ রামের ভক্ত হয়েছিলেন। কিন্তু রামচন্দ্র বলেছিলেন পরবর্তীতে অঙ্গদের বাণের আঘাতে তিনি মৃত্যু বরণ করবেন। কৃষ্ণলীলায় তাই ব্যাধের বাণের আঘাতে কৃষ্ণ অপ্রকট লীলা করলেন।
ভগবানের লীলা বিলাস অপরূপ :

No comments:

Post a Comment