আমরা প্রতিটি মানুষ যখন মায়ের গর্ভে ছিলাম, প্রতিনিয়ত খুবেই কষ্ট ভোগ করেছিলাম । সেখানে ছিল অন্ধকার,ও কৃমি কিট।অসজ্য যন্ত্রণা সজ্য করতে না পেরে দিন রাত পরমেশ্বর ভগবান কে ডেকেছি।আর কেঁদে কেঁদে বলেছিলাম-
হে ভগবান তুমি আমাদের এ নরক কূন্ড থেকে উদ্ধার করে সংসার জগতে পাঠাও। সেখানে গিয়ে তোমার ভজনা করব ,তোমার নামগুনাগুন কীর্তন করব,আমি যা কিছু খাই-
তোমাকে নিবেদন করে খাব,আমার এ জীবন ও মন
সমস্ত কিছু 'তোমার চরনে সমর্পণ করবো।
আমাদের এ প্রার্থনায় তিনি তখন বাধ্য হয়ে
আমাদের এ সংসার জগতে পাঠান।
দশ মাস দশ দিন পর আমরা ভুমিস্ট হলাম ।কিন্তু
যখন আমরা একটু বুঝতে সিখলাম-তখন ভগবান কে
দেওয়া প্রতিশ্রুতি সমস্ত কিছু ভূলে গেলাম ।
শুরু হয়ে গেল -আমার মা,আমার বাবা,আমার
সংসার, আমার টাকা, আমার বাড়ি ।
ভগবান কে ভুলে গিয়ে এই তুচ্চ অনিত্ত সুখের জন্য, দিন রাত গাধার মতো পরিশ্রম করতে লাগলাম ।মিথ্যা
কথা ও পাপ কাজ আমাদের নিত্য সঙ্গী হলো।
ক্ষনিকের জন্য ও ভাবলাম না -এ জগতে আমরা
কেন এসেছি?কি আমার পরিচয়? মৃত্যু অন্যের
আমরা যাব কোথায় ?কি আমাদের অবশ্য কর্তব্য?
কেন এই সংসারে প্রতিনিয়তই দূঃখ,
কস্ট,জালা,যন্ত্রণা ভোগ করছি?
8400000 যোনি ভ্রমণ করার পর আমাদের এ সুদূর্লভ মানব জনম।শুধু এ মানব জনমে কেবলেই ভগবান কে লাভ করা যায় "আর অন্যান্য জন্মে তা সম্ভব নয়।
তাই সময় থাকতে আসুন আমরা ভগবানের চরনে আত্মা সমর্পন করি।তার নাম গুনাগুন কীর্তন করি।একাদশীর ব্রত পালন করি। জগতের সকল কর্ম- ভগবানের প্রৃতির উদ্দেশ্যে সম্পন্ন করি।
হরি কথা শ্রবণ ও হরি নামেই হয় যেন আমাদের একমাত্র সম্বল।
হে ভগবান তুমি আমাদের এ নরক কূন্ড থেকে উদ্ধার করে সংসার জগতে পাঠাও। সেখানে গিয়ে তোমার ভজনা করব ,তোমার নামগুনাগুন কীর্তন করব,আমি যা কিছু খাই-
তোমাকে নিবেদন করে খাব,আমার এ জীবন ও মন
সমস্ত কিছু 'তোমার চরনে সমর্পণ করবো।
আমাদের এ প্রার্থনায় তিনি তখন বাধ্য হয়ে
আমাদের এ সংসার জগতে পাঠান।
দশ মাস দশ দিন পর আমরা ভুমিস্ট হলাম ।কিন্তু
যখন আমরা একটু বুঝতে সিখলাম-তখন ভগবান কে
দেওয়া প্রতিশ্রুতি সমস্ত কিছু ভূলে গেলাম ।
শুরু হয়ে গেল -আমার মা,আমার বাবা,আমার
সংসার, আমার টাকা, আমার বাড়ি ।
ভগবান কে ভুলে গিয়ে এই তুচ্চ অনিত্ত সুখের জন্য, দিন রাত গাধার মতো পরিশ্রম করতে লাগলাম ।মিথ্যা
কথা ও পাপ কাজ আমাদের নিত্য সঙ্গী হলো।
ক্ষনিকের জন্য ও ভাবলাম না -এ জগতে আমরা
কেন এসেছি?কি আমার পরিচয়? মৃত্যু অন্যের
আমরা যাব কোথায় ?কি আমাদের অবশ্য কর্তব্য?
কেন এই সংসারে প্রতিনিয়তই দূঃখ,
কস্ট,জালা,যন্ত্রণা ভোগ করছি?
8400000 যোনি ভ্রমণ করার পর আমাদের এ সুদূর্লভ মানব জনম।শুধু এ মানব জনমে কেবলেই ভগবান কে লাভ করা যায় "আর অন্যান্য জন্মে তা সম্ভব নয়।
তাই সময় থাকতে আসুন আমরা ভগবানের চরনে আত্মা সমর্পন করি।তার নাম গুনাগুন কীর্তন করি।একাদশীর ব্রত পালন করি। জগতের সকল কর্ম- ভগবানের প্রৃতির উদ্দেশ্যে সম্পন্ন করি।
হরি কথা শ্রবণ ও হরি নামেই হয় যেন আমাদের একমাত্র সম্বল।
No comments:
Post a Comment